India's Foreign Exchange Reserve: ভারতের বিদেশি মুদ্রাভাণ্ডারে ব্যাপক লাফ এসেছে। এক ধাক্কায় ৪.৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৪৫০ কোটি ডলার বেড়ে গিয়েছে এই বিদেশি মুদ্রাভাণ্ডার (India Forex Reserve)। এমনকী এই প্রথম ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার (Forex Reserve) পেরিয়ে গিয়েছে ৬৯০.৬২ বিলিয়ন ডলারের সীমা। গতকাল শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমনটাই জানিয়েছে, ৯ মে-তে শেষ হওয়ার সপ্তাহেই এই ব্যাপক লাফ এসেছে বিদেশি মুদ্রাভাণ্ডারে।
শুধু তাই নয়, ভারতের সোনার ভাণ্ডারেও এসেছে ব্যাপক লাফ। উল্লিখিত মেয়াদের মধ্যেই ভারতের গোল্ড রিজার্ভ বা সোনার ভাণ্ডার ৪৫ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৩৩ বিলিয়ন ডলারে অর্থাৎ ৮৬৩৩ কোটি ডলারে। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে ভারতের স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর কমেছে ২৬ মিলিয়ন ডলার, এখন এর পরিমাণ ১৮.৫৩ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মানিটারি ফান্ডের সঙ্গে ভারতের রিজার্ভ পজিশন ১৩৪ মিলিয়ন ডলার কমে হয়েছে ৪.৩৭ বিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রাভাণ্ডার মজবুত থাকার ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম আরও বেড়ে গিয়েছে। আর তা ভারতীয় অর্থনীতির শক্তিশালী মৌলিক স্বতন্ত্র ভিত্তিকে প্রতিফলিত করে। মুদ্রা বাজার বা কারেন্সি মার্কেটে অনিশ্চয়তা মোকাবিলা করার জন্য এই শক্তিশালী বিদেশি মুদ্রাভাণ্ডার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অনেকাংশে সহায়তা করে।
একটি শক্তিশালী বৈদেশিক মুদ্রাভাণ্ডার রিজার্ভ ব্যাঙ্ককে সহায়তা করে টাকার দামের অত্যধিক অবমূল্যায়ন রোধ করতে। এমনকী এর সঙ্গে সঙ্গে স্পট ও ফরোয়ার্ড বাজারে ডলার ছেড়ে এই অবমূল্যায়ন আটকানো যায়। অন্যদিকে বৈদেশিক মুদ্রাভাণ্ডার কমে এলে অস্থির সময়ে মুদ্রার দাম নিয়ন্ত্রণ করতে অপারগ হয়ে পড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ভারতে এদিকে এক্সটার্নাল সেক্টরের গতি বেড়েছে। এপ্রিল মাসে পণ্য ও পরিষেবা রফতানি বেড়েছে ১২.৭ শতাংশ, গত বছর এই একই মাসে এই রফতানির পরিমাণ যেখানে ছিল ৬৫.৪৮ বিলিয়ন ডলার, সেখানে এই বছর এই পরিমাণ হয়ে গিয়েছে ৭৩.৮০ বিলিয়ন ডলার।
মার্কিন কর আরোপের মধ্যে বিশ্বজুড়ে চলা অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেও এই মুদ্রাভাণ্ডারে লাফ এসেছে এবং রফতানির অঙ্ক বেড়েছে ভারতের। গত বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে দেশের বাণিজ্য মন্ত্রক। শুধু পণ্য রফতানি ৯.০৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা মূলত উচ্চমূল্যের ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের দ্বারা পরিচালিত হয়েছে যা ভারতের উৎপাদন খাতের সম্প্রসারণের উপরে জোর দেয়।
এপ্রিল মাসে ভারতের ইলেকট্রিক পণ্য রফতানি ৩৯.৫১ শতাংশ বেড়ে ৩.৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক বছর আগের পরিসংখ্যানের তুলনায় যা ২.৬৫ বিলিয়ন ডলার বেশি।