নয়াদিল্লি: মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP-র নিরিখে ভারত জাপানকে ছাড়িয়ে গিয়েছে, পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে বলে ঘোষণা করেছে কেন্দ্র। এ ব্যাপারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)-এর রিপোর্ট তুলে ধরা হয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে ধন্দ ছড়িয়েছে কারণ IMF-এর রিপোর্ট বলছে, ভারত জাপানকে টপকে যায়নি, আগামী একবছরে সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু GDP-র নিরিখে ভারত যদিও বা জাপানকে ছাপিয়ে যায়, নাগরিকদের মাথাপিছু আয়ের নিরিখে জাপানের সঙ্গে বিস্তর ফারাক ভারতের। (India's GDP)

IMF-এর রিপোর্ট বলছে, ২০২৪-’২৫ অর্থবর্ষে ভারতের GDP ৩.৯ ট্রিলিয়ন ডলার ছুঁতে পারে। এই একই সময়ে জাপানের GDP ৪.০২৬ ট্রিলিয়ন ডলারে থাকছে। IMF-এর অনুমান, অর্থবর্ষ ’২৬ শেষ হতে হতে ভারতের অর্থনীতি ৪.১৮৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। সেই সময় জাপানের GDP হতে পারে ৪.১৮৬ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ ভারতের অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে IMF. কিন্তু NITI Aayog-এর প্রধান বিভিআর সুব্রহ্মণ্যমের দাবি করেন, জাপানকে ছাপিয়ে গিয়েছে ভারত। (Japan's GDP)

IMF ২০২৪-’২৫ অর্থবর্ষকে অর্থবর্ষ ’২৪ থেকে, ভারত লেখে অর্থবর্ষ ’২৫। আর সেখান থেকেই বিভ্রান্তি তৈরি হয় বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। IMF-এর ভবিষ্যদ্বাণীকে বর্তমান অবস্থা বলে ধরে নেন অনেকে। NITI Aayog-এর প্রধান সাংবাদিক বৈঠকে বলেন, “এই যে কথা বলছি আমি, এই সময় পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমরা। আমার নয়, এটা IMF-এর পরিসংখ্যান। জাপানের চেয়েও বড় ভারত।” তাঁর সেই মন্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা শুরু হয়। 

কিন্তু Ministry of Statistics and Programme Implementation-এর হিসেব বলছে, ২০২৫ অর্থবর্ষে ভারতের GDP ৩২৪ লক্ষ কোটি টাকা। ডলার প্রতি টাকার মূল্য ৮৪ টাকা। অর্থাৎ এই মুহূর্তে দেশের GDP ৩.৮৫ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ জাপানের থেকে পিছিয়েই রয়েছে ভারত। চলতি বছরের ৩০ মে চতুর্থ ত্রৈমাসিকের GDP প্রকাশ করা হবে, তাতেও আরও স্পষ্ট হিসেব মিলবে বলে আশা করা হচ্ছে। GDP-র নিরিখে যদিও বা জাপানকে ছাপিয়ে যায় ভারত, ২০২৭ সালের আগে সেই সংক্রান্ত পরিসংখ্যান হাতে পাওয়া সম্ভব নয়। কোন দেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে বিচার-বিশ্লেষণ করার আলাদা ব্যবস্থা নেই IMF-এর। বরং বিভিন্ন দেশের সরকার যে তথ্য তুলে দেয়, তার নিরিখেই ভবিষ্যদ্বাণী জানায় তারা। তাই IMF-এর পরিসংখ্য়ান কতটা বাস্তবমুখী, তা নিয়েও রয়েছে প্রশ্ন। 

শুধু তাই নয়, GDP-র নিরিখে ভারত যদি জাপানকে ছাপিয়েও যায়, নাগরিকদের মাথাপিছু আয়ের নিরিখে জাপানের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ভারত। জাপানে নাগরিকদের মাথাপিছু আয় যেখানে ৩৪০০০ ডলার, সেখানে ভারতের নাগরিকদের মাথাপিছু আয় ২৯০০ ডলার। অর্থাৎ জাপানেরসাধারণ নাগরিকদের বার্ষিক গড় আয় প্রায় ২৯ লক্ষ টাকা (ভারতীয় মুদ্রায়)। সেখানে ভারতের এক সাধারণ নাগরিক বছরে ২ লক্ষ ৪৭ হাজার টাকা আয় করেন বছরে। ফলে দুই দেশের নাগরিকদের আয় এবং জীবনধারণের মানের মধ্যে বিরাট ফারাক থেকে যাচ্ছে। (Per Capita Income)