নয়াদিল্লি: রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রয়েছে বলে জানাল ভারত সরকারের একটি সূত্র। আমেরিকার চোখরাঙানির পর ভারতের তৈল শোধনকারী সংস্থাগুলির রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে বলে খবর সামনে আসে সম্প্রতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনিও খবর পেয়েছেন। ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না বলে জেনেছেন। কিন্তু এই খবর সত্য নয় বলে এবার জানা গেল। (Russian Oil Imports of India)
ভারত সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবর সামনে এনেছে সংবাদ সংস্থা এএনআই। বলা হয়েছে, রুশ সরবরাহকারীদের থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রয়েছে। আমদানি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নির্ভর করে অশোধিত তেলের গুণমান, মজুত তেলের পরিমাণ, দাম, সরবরাহ, দীর্ঘমেয়াদি চুক্তির উপরই। (Russian Oil)
নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য লাগাতার ভারতকে কার্যত চোখ রাঙাচ্ছিল আমেরিকা। তাতে কাজ না হওয়ায়, সম্প্রতি ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর জরিমানা বা পেনাল্টি চাপানোর ঘোষণাও করেন তিনি। ভারত যদিও গোড়াতেই জানিয়েছিল, দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
কিন্তু এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এক সপ্তাহ আগে থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের একাধিক তৈল শোধনকারী সংস্থা। সরকারি, বেসরকারি, সব সংস্থার কথাই তুলে ধরা হয়। শনিবার সকালে ট্রাম্পও সেই খবরে সায় দেন। জানান, তাঁর কাছেও খবর এসেছে। ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। ভারতের দিকে নজর রাখছে তাঁর সরকার। তবে সত্য-মিথ্যা নিয়ে সন্দেহ আছে বলেও জানান তিনি।
আর ট্রাম্পের এই মন্তব্যের পরই সরকারি সূত্রকে উদ্ধৃত করে ANI জানায়, ভারতীয় সংস্থাগুলি রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। বিদেশমন্ত্রকের এক সূত্রের যে মন্তব্য তুলে ধরে ANI, তা হল, “ভারতের জ্বালানি কেনার সিদ্ধান্ত জাতী. স্বার্থ ও বাজারের পরিস্থিতির উপর নির্ভরশীল। ভারতীয় সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে বলে খবর নেই আমাদের কাছে।”
সরকারি ভাবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি যদিও। তবে একদিন আগে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের গলাতেও একই সুর ধরা পড়ে। তিনি সাফ জানিয়ে দেন, বাজারের পরিস্থিতি, চাহিদার কথা মাথায় রেখেই তেল আমদানি করে ভারত। এর নেপথ্যে কোনও রাজনৈতিক কৌশল নেই।