Indian Railways New Time Table: ভারতীয় রেলের যাত্রীদের জন্য সুখবর। ৫০০ মেইল এক্সপ্রেস ট্রেন এবার থেকে পাবে আরও গতি। এমনই ঘোষণা করেছে রেলমন্ত্রক। 


Rail Timetable: আগের থেকে কত আগে পৌঁছবেন স্টেশনে ?
বলা হচ্ছে, মেইল এক্সপ্রেস ট্রেনগুলি সুপারফাস্ট হয়ে যাওয়ায়, ১০-৭০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। ট্রেন বিশেষে বাড়বে-কমবে স্টেশনে পৌঁছনোর সময়। রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এই বিপুল সংখ্যক ট্রেনের মধ্যে ৬৫ জোড়া বা ১৩০টি ট্রেনকে সুপার ফাস্ট গতির শ্রেণিতে উন্নীত করা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, সামগ্রিকভাবে এই গড়ে এই ৫০০ এক্সপ্রেস ট্রেনের গতি ৫ শতাংশ বাড়ানো হচ্ছে। মূলত, ট্রেনের ৫ শতাংশ পথ বৃদ্ধির কারণেই এই গতি বৃদ্ধি সম্ভব হচ্ছে।


Indian Railways: সময়ে গন্তব্যে পৌঁছনোর রেট বেড়েছে না কমেছে ?
ভারতীয় রেলের দাবি, আগের থেকে সময়মতো স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে অনেকটাই সময়নিষ্ঠ হয়েছে মেইল ট্রেনগুলি। অন্তত তেমনই বলছে ইন্ডিয়ান রেলওয়ের পরিসংখ্যান। দেখা গিয়েছে, ২০২২-২৩ সালে ৮৪ শতাংশ এক্সপ্রেস ট্রেন সময়মতো স্টেশনে পৌঁছেছে। ২০১৯-২০ সালে ৭৫ শতাংশ এক্সপ্রেস ট্রেনই সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পেরেছিল। পরিসংখ্যান বলছে, আগের থেকে ৯শতাংশ বেশি সময়নিষ্ট হয়েছে ট্রেনগুলি।


Rail Timetable:  নতুন টাইম টেবিলের হাইলাইট


ভারতীয় রেল প্রায় ৩২৪০টি মেল/এক্সপ্রেস ট্রেন চলে। যার মধ্যে রয়েছে বন্দেভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস, যুব এক্সপ্রেস, উদয় এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও অন্যান্য ধরনের ট্রেন। এ ছাড়াও, প্রায় ৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৫,৬৬০টি শহরতলির ট্রেনগুলিও ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। সব মিলিয়ে এই ট্রেগুলিতে প্রতিদিন যাত্রী বহনের সংখ্যা প্রায় ২.২৩ কোটি।


অতিরিক্ত ভিড় কমাতে ও যাত্রীর চাহিদা মেটাতে, ২০২-২২ সালে ৬৫০০০-এর বেশি বিশেষ ট্রেন ট্রিপ পরিচালনা করা হয়েছিল। যার বহন ক্ষমতা বাড়ানোর জন্য প্রায় ৫৬৬টি কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে।


Indian Railways: বিলাসবহুল ট্রেনের বিস্তার


বর্তমানে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি নয়াদিল্লি – বারাণসী, নয়াদিল্লি – মাতা বৈষ্ণো দেবী কাটরার মধ্যে চলছে।  এ ছাড়াও গাঁন্ধীনগর রাজধানী ও মুম্বই সেন্ট্রালের মধ্যে আরও একটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে আরও বন্দেভারত এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তাব করেছে। বর্তমানে দেশে বিলাসবহুল ট্রেনের মধ্যে রয়েছে তেজস এক্সপ্রেসের নাম। এই ট্রেনের পরিষেবার মধ্যে বিনোদন, স্থানীয় খাবার, ওয়াইফাই ইত্যাদি সরবরাহ করে রেল। বর্তমানে ভারতীয় রেলওয়েতে ৭ জোড়া তেজস এক্সপ্রেস পরিষেবা চালু রয়েছে।