কলকাতা: মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু করল নরেন্দ্র মোদী সরকার। এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীর থেকে ভারতীয় মুদ্রায় অপরিশোধিত তেল কিনল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর আগে মার্কিন ডলারেই লেনদেন হত আরব আমিরশাহীর সঙ্গে। কেন্দ্র সরকারের এ এক বড় পদক্ষেপ বলা চলে। বিশ্বের বাজারে লেনদেনের ক্ষেত্রে টাকার মর্যাদা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


কীভাবে হবে টাকায় লেনদেন?


জানা গিয়েছে, এর পর থেকে আমিরশাহীর সঙ্গে যাবতীয় বাণিজ্য ভারতীয় মুদ্রায় করবে মোদী সরকার। সেখানে কোনও ঊর্ধ্বসীমা নির্ধারণ করা থাকছে না। বর্তমানে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৮৫ শতাংশ কাঁচা তেলই বিদেশ থেকে আমদানি করতে হয় নয়াদিল্লিকে। তবে সস্তায় তেল কিনতে মোট তিনটি দেশের উপর নির্ভরশীল ভারত। এর মধ্য়ে রয়েছে রাশিয়াও।


পদক্ষেপের শুরু


ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম শ্ক্তি-গ্রাহক দেশ। সেক্ষেত্রে এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। ২০২২ সালের জুলাই মাসে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নীতি জারি করে, যেখানে বলা হয় রপ্তানির ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় লেনদেন হবে এবং আমদানিকারকরা তাদের দেশের নিজস্ব মুদ্রায় লেনদেন করবেন। আর এই নীতির মধ্যে দিয়ে ভারতীয় টাকার আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা চলছে সরকারের তরফে।


সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি রাশিয়া থেকেও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে ভারত। গত বছর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই আমদানির পরিমাণ বাড়িয়েছে নয়াদিল্লি। মস্কোর বেশ কয়েকটি সংস্থাকে ভারতীয় মুদ্রায় দাম মেটানো হয়েছে। রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি ভারতীয় মুদ্রায় চালু করা নিয়ে কথাবার্তা চলছে বলেই বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে।


কী সুবিধে?


প্রসঙ্গত, গত কয়েক দশক ধরেই অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞদের দাবি, এতে কিছুটা হলেও আখেরে ক্ষতি হচ্ছিল ভারতীয় অর্থনীতির। কারণ, ডলারের দামের ওঠা-পড়ার উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে অনেক সময়ই এদেশের কোম্পানিগুলিকে প্রয়োজনের চেয়ে বেশি টাকা দিতে হচ্ছিল।


গত অর্থবর্ষে কত টাকার তেল কিনেছে ভারত?


২০২২-২৩ অর্থবর্ষে সৌদি আরব, ইরাক, রাশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী প্রমুখ দেশের কাছ থেকে ১৫৭.৫ বিলিয়ন টাকা খরচ করে মোট ২৩২.৭ মিলিয়ন টন তেল কিনেছে ভারত।


আরও পড়ুন: Bomb Threat at RBI: নির্মলা, শক্তিকান্তের পদত্যাগ দাবি, RBI, HDFC, ICICI-র দফতরে বোমা ফেলার হুমকি, তদন্তে পুলিশ