Share Market Update: আর মাত্র কয়েকশো পয়েন্টের অপেক্ষা। তারপরই নতুন মাইলফলক ছোঁবে ভারতীয় শেয়ারবাজার। বাজার বিশেষজ্ঞরা বলছেন ,চলতি সপ্তাহেই ১৯,০০০ পয়েন্টে চলে যেতে পারে নিফটি। সেই ক্ষেত্রে টানা বুল রান দেখা যেতে পারে দালাল স্ট্রিটে। 


Stock Market Closing: কেমন ছিল আজকের বাজার ?
বুধবারের ট্রেডিং সেশনে আবারও ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় শেয়ারবাজার। BSE সেনসেক্স প্রথমবারের মতো রেকর্ড অঙ্ক 63,000 অতিক্রম করেছে। NSE-র নিফটিও দ্রুত গতিতে 19,000-এর দিকে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিপুল স্টক কেনার কারণেই বাজারে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।  আজকের লেনদেনের শেষের দিকে সেনসেক্স 418 পয়েন্টের লাফ দিয়ে 63,100 এর রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে। পাশাপাশি নিফটি 140 পয়েন্ট বেড়ে 18,758 পয়েন্টে দৌড় থামিয়েছে। এই নিয়ে টানা ৫দিন ভারতীয় বাজারে রেকর্ড উচ্চতা দেখা গেল। 


Share Market Update: সেক্টরের অবস্থা
এদনি বাজারে সরকারি ব্যাঙ্কের সূচক ছাড়া বাকি সব খাতের শেয়ারে ব্যাপক লেনদেন দেখা গেছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মেটাল, রিয়েল এস্টেট, জ্বালানি সেক্টরে ব্যাপক রবৃদ্ধি হয়েছে। কিরীট পারিখ কমিটির সুপারিশের প্রভাব দেখা গেছে গ্যাস কোম্পানিগুলোর শেয়ারে। মিড-ক্যাপ, স্মল-ক্যাপ স্টকগুলি দারুণ গতি দেখিয়েছে। যার মধ্যে 30টি সেনসেক্স স্টকের মধ্যে 23টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে বাকি 7টি লোকসানের সঙ্গে ক্লোজ করেছে। নিফটির 50টি স্টকের মধ্যে 42টি স্টক বেড়েছে।  মাত্র 8টি স্টক লাল দাগে বন্ধ হয়েছে৷ এদিকে বিএসই সেনসেক্সে 3602টি শেয়ারের লেনদেনে 2070টি শেয়ার বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে বাকি 1429টি শেয়ারে পতন দেখা গেছে।


Stock Market Closing: কোন কোন স্টকে গতি ? 
আজ বাজারকে ঐতিহাসিক স্তরে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত স্টকগুলির মধ্যে রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যা 4 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে, আল্ট্রাটেক সিমেন্ট 2.16 শতাংশ, পাওয়ার গ্রিড 2.14 শতাংশ, HUL 1.78 শতাংশ, ভারতী এয়ারটেল 1.71 শতাংশ, টাইটান কোম্পানি 1.59 শতাংশ, এশিয়ান পেইন্টস 1.51 শতাংশ ও টাটা স্টিল 1.51 শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে৷


Share Market Update: কোন কোন স্টকে পতন ?
বাজারে আজ IndusInd ব্যাঙ্কের শেয়ার 1.02 শতাংশ, SBI 0.97 শতাংশ, HCL Tech 0.66 শতাংশ, ITC 0.58 শতাংশ, Bajaj Finserv 0.33 শতাংশ, Bajaj Finance 0.17 শতাংশ ও TCS 0.14 শতাংশ কমেছে৷


Stock Market Closing: কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ? 
শেয়ার অ্যানালিস্টদের একাংশের মতে, সেনসেক্স-নিফটি সর্বকালীন রেকর্ড গড়লেও সেভাবে স্টকে প্রভাব ফেলছে না। এখনও অনেক বড় বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে পুরো সবুজ দেখা যাচ্ছে না। তাদের স্টক কালেকশনেও বহু অংশে লাল পড়ে রয়েছে। এই নিয়ে প্রশ্ন জাগচ্ছে অনেকের মনেই। নিফটি সর্বকালীন রেকর্ড গড়লেও অনেক ভাল স্টকেই সেবাবে বুম দেখা যাচ্ছে না। মূলত,ত্রৈমাসিকের ফল খারাপ আসার কারণেই অনেক স্টকই ৫২ লো-এর কাছে চলে এসেছে। যে কারণে পোর্টফোলিতে নিফটির গতির প্রতিফলন দেখা যাচ্ছে না।


আরও পড়ুন : SBI Tips: ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে সাবধান ! এক ভুলেই খালি হবে অ্যাকাউন্ট