Share Market Update: মঙ্গলবারের ট্রেডিং সেশনটি ভারতীয় শেয়ার বাজারের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয়েছে। বিনিয়োগকারীরা এফএমসিজি ও  উপভোক্তা স্টকে কেনাকাটার কারণে বাজার উচ্ছ্বাস দেখা গেছে। এদিন বিএসই সেনসেক্স এই বুমে আবার 63,000 এর অঙ্ক অতিক্রম করতে সক্ষম হয়েছে । আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 418 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 63,143 এ বন্ধ হয়েছে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 114 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 18,716 পয়েন্টে বন্ধ হয়েছে।


Stock Market Closing: কোন সেক্টরের কী অবস্থা
আজ এফএমসিজি ও কনজিউমার ডিউরেবল স্টক, ব্যাঙ্কিং, আইটি, ফার্মা, মেটাল, জ্বালানি, মিডিয়া, রিয়েল এস্টেট, ইনফ্রা, স্বাস্থ্যপরিসেবা, তেল ও গ্যাস খাতে বৃদ্ধি দেখা গেছে। এদিনের সেশনে শুধু অটো সেক্টরের শেয়ারের দরপতন দেখা গেছে। মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ স্টকগুলিও আকর্ষণীয় লাভের সঙ্গে বন্ধ হয়েছে। আজকের বাণিজ্যে মিড-ক্যাপ স্টকগুলির সূচকটি 1.22 শতাংশ বা 419 পয়েন্টের লাফ দিয়ে বন্ধ হয়েছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 36টি শেয়ার লাভের সঙ্গে ও 14টি পতনের সঙ্গে দৌড় থামিয়েছ। সেনসেক্সের 30টি শেয়ার 19টি বেড়ে ও 11টি পতনের সঙ্গে দৌড় থামিয়েছে।


Share Market Update: কোন স্টকে বৃদ্ধি, কোথায় পতন ?
আজকের বাণিজ্যে এশিয়ান পেইন্টস 2.15 শতাংশ, টাইটান 2.07 শতাংশ, আইটিসি 1.96 শতাংশ, রিলায়েন্স 1.50 শতাংশ এবং টাটা স্টিলের 1.46 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। কোটাক মাহিন্দ্রা 1.18 শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 0.68 শতাংশ, এইচসিএল টেক 0.58 শতাংশ, এসবিআই 0.37 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।


Stock Market Closing:বিনিয়োগকারীদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ?
বাজারে আজ চমক দেখা গেছে। উচ্ছ্বাসের মধ্যে বিনিয়োগকারীদের সম্পদের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ বেড়ে 289.99 লক্ষ কোটি টাকা হয়েছে যা সোমবার 288.04 লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের সম্পদ 1.95 লক্ষ কোটি টাকার লাফ দেখেছে।


এদিন টায়ার প্রস্তুতকারক সংস্থা এমআরএফ (MRF) মঙ্গলবারই শেয়ার মার্কেটে নতুন রেকর্ড তৈরি করেছে। দালাল স্ট্রিটে এই প্রথম কোনও সংস্থা যারা ১ লক্ষের স্টক পেরিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ১.৩৭ শতাংশ স্টক বৃদ্ধি হওয়ায় ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে এই সংস্থা।


মে মাসে যদিও এই সংস্থা শেয়ার বাজারে ১ লক্ষের লক্ষ্মীলাভের মুখ দেখেনি। ৬৬.৫০ টাকা কম থাকায় এক লক্ষের থেকে সামান্য দূরত্বে থেমে যায় রেকর্ড। যদিও তাঁদের স্টক যে আগামী দিনে মার্কেটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে তা শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে স্পষ্ট ছিল।


 


আরও পড়ুন : SBI Recruitment 2023: ভাল বেতন, স্টেট ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, জেনে নিন শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের পদ্ধতি