Share Market: শেষ রক্ষা হল না। সপ্তাহের শেষ দিনে অনেকটাই নিচে নেমে এল ভারতীয় শেয়ার বাজার। চলতি সপ্তাহে টানা দ্বিতীয় দিন পতনের সক্ষী থাকল ইন্ডিয়ান স্টক মার্কেট। আজ দিনভর ভারতের বাজারে অস্থিরতা বজায় ছিল।  সকালের দিকে বাজার কিছুটা পড়লেও ধস নামেনি সেভাবে। যদিও শেষ পর্যন্ত বড় মুনাফা বুকিং শুরু হয়ে যায় দালাল স্ট্রিটে।  আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 461 পয়েন্ট কমে 61,337-তে ও নিফটি 146 পয়েন্ট কমে 18,269 পয়েন্টে বন্ধ হয়েছে। গত দুই দিনের ট্রেডিং সেশনে নিফটি 390 পয়েন্ট ও সেনসেক্স 1340 পয়েন্ট কমেছে।


Stock Market Closing:সেক্টরের কেমন অবস্থা ছিল
বাজারের এই পতনের ঝড়ে আজ কোনও খাতই সেভাবে টিকতে পারেনি। সব খাতেই দরপতন হয়েছে। ব্যাঙ্কিং, আইটি, এফএমসিজি, ফার্মা, এনার্জি, মিডিয়া, রিয়েল এস্টেট, ইনফ্রা সব সেক্টরে পতন দেখা গেছে। মিডক্যাপ , স্মল ক্যাপ স্টকগুলিও এই পতন থেকে ছাড় পায়নি। 30টি সেনসেক্স স্টকের মধ্যে 27টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে, যেখানে মাত্র 3টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। যেখানে নিফটির 50টি স্টকের মধ্যে কেবল 6টি স্টক সবুজ চিহ্নে বন্ধ হয়েছে । পাশাপাশি কমেছে 44টি স্টক ৷


Share Market Update:আজ কমেছে এই স্টকগুলি
আজ যে স্টকগুলি পতনের সঙ্গে বন্ধ হয়েছে তার মধ্যে রয়েছে টাটা মোটরস 1.18 শতাংশ, HDFC ব্যাঙ্ক 0.48 শতাংশ, HUL 0.30 শতাংশ, টাটা স্টিল 0.09 শতাংশ, JSW স্টিল 0.01 শতাংশ৷ ডাঃ রেড্ডি'স ল্যাব 3.58 শতাংশ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 2.75 শতাংশ, আদানি পোর্টস 2.66 শতাংশ, এশিয়ান পেইন্টস 2.39 শতাংশ, বিপিসিএল 2.12 শতাংশ, এসবিআই 2.05 শতাংশ কমেছে।


Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদে বিশাল ধাক্কা
শুক্রবার শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীদের সম্পদে বড় ধরনের ক্ষতি হয়েছে। বিনিয়োগকারীদের সম্পদ 3.30 লক্ষ কোটি টাকা কমে 285.66 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। লেনদেন হয়েছে 3662টি শেয়ারের, যার মধ্যে মাত্র 1417টি শেয়ার বেড়েছে ও 2108টি শেয়ার বন্ধ হয়ে গেছে।


Share Market: কেন বাজারে পতন হল ?
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ব্যাপক পতনের মধ্যে দিয়ে বন্ধ হয়েছে। বাজার আশঙ্কা করছে যে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানো অব্যাহত রাখতে পারে,যেকারণে শেয়ারের চাহিদা কমবে ও মন্দার দিকে নিয়ে যাবে। আজ মার্কিন বাজারের এই প্রভাব পড়েছে ভারতীয় স্টক মার্কেটের ওপর।


Share Market Update: বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?
গতকালই আজকের বাজারের পতন নিয়ে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। এদিন বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হল। যদিও অ্য়ানালিস্টরা বলছেন, শীঘ্রই ভি-শেপ রিকভারি নিতে পারে বাজার। সেই ক্ষেত্রে ফের ১৯০০০ পয়েন্টের দিকে ছুটবে নিফটি।