Share market: রেকর্ড উচ্চতায় গিয়ে এবার কারেকশন মোডে চলে গেল বাজার। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও অব্যাহত রইল পতন। ফলে সোমের দিকে তাকিয়ে রয়েছে বিনিয়োগকারীরা। বাজার বিশেজ্ঞদের ধারণা, আগামী সপ্তাহ থেকে ফের নতুন রেকর্ড ছোঁয়ার দিকে ছুঁটবে নিফটি।
Stock Market Closing: শুক্রবারও পতনের সঙ্গে বন্ধ হল বাজার
এদিনও ভারতীয় স্টক মার্কেটে সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে পতনের সঙ্গে বন্ধ হয়েছে বাজার। আজ সকালের দিকে বাজারে জমজমাট কেনাকাটি দেখা যায়। কিন্তু পরে প্রফিট বুকিংয়ের কারণে বাজার অনেকটাই নিচে নেমে যায়। নিম্নস্তর থেকে বাজার কিছুটা পুনরুদ্ধার হলেও শেষ রক্ষা হয়নি। শেষপর্যন্ত লালে বন্ধ হয়েছে স্টক মার্কেট। আজকের ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 87 পয়েন্ট কমে 61,663 এ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 36 পয়েন্ট কমে 18,307-তে বন্ধ হয়েছে।
Share market: কোন খাতের কী অবস্থা ?
আজ পিএসইউ ব্যাঙ্ক সূচক ও রিয়েল এস্টেট ছাড়াও সব সেক্টরে পতন দেখা গেছে। সেই ক্ষেত্রে ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, মেটালস, এফএমসিজি, মেটালস, এনার্জি ও ইনফ্রার মতো সেক্টরগুলি লোকসানে বন্ধ হয়েছে। এদিন মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকও কমেছে। নিফটির 50টি স্টকের মধ্যে, 14টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে 36টি স্টক পতনের সঙ্গে বন্ধ হয়েছে৷ অন্যদিকে, সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 10টি শেয়ার বৃদ্ধির সঙ্গে ও 20টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। আজ বাজারে মোট 3626টি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে 1443টি বৃদ্ধির সঙ্গে ও 2054টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বাজারে মার্কেট ক্যাপ এদিন 282.32 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।
Stock Market Closing: কোন স্টকগুলি বেড়েছে ?
আপনি যদি দ্রুত স্টকগুলি দেখেন, HUL 0.99 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.86 শতাংশ, LCL টেক 0.77 শতাংশ, SBI 0.58 শতাংশ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 0.44 শতাংশ, ইনফোসিস 0.38 শতাংশ, HDFC 0.30 শতাংশ A20 শতাংশ, শতাংশ, টেক মাহিন্দ্রা 0.23 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 0.13 শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে৷
Share market: পতনশীল স্টক
আপনি যদি পতনের স্টকগুলির দিকে তাকান, তাহলে দেখবেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 2.46 শতাংশ, মারুতি সুজুকি 1.57 শতাংশ, বাজাজ ফিন্যান্স 1.53 শতাংশ, এনটিপিসি 1.52 শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 1.52 শতাংশ, ভারতী এয়ারটেল 1.07 শতাংশ, আইটিসি 1.07 শতাংশ। উইপ্রো 0.68 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
আরও পড়ুন : 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ! বাড়তে পারে আরও এক ভাতা