Stock Market Closing: গত সপ্তাহে টানা তিন দিন বড় পতনের পর ঘুরে দাঁড়াল বাজার। এক দিনে এক শতাংশের বেশি উঠল নিফটি-সেনসেক্স। আজ বড়দিনের ছুটির পরই ভারতীয় শেয়ার বাজারে 'শো টাইম' শুরু হয়েছে। সেনসেক্স আবার 60,000 ও নিফটি 18,000 পয়েন্ট অতিক্রম করতে সফল হয়েছে। বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে, এদিন ভারতীয় শেয়ার বাজার সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে দুর্দান্ত গতিতে বন্ধ হয়েছে। আজ BSE সেনসেক্স 704 পয়েন্টের লাফ দিয়ে 60,555-তে বন্ধ হয়েছে। সেখানে NSE নিফটি 200 পয়েন্টের লাফ দিয়ে 18006-তে বন্ধ হয়েছে।
Share Market Update: আজ সেক্টরের অবস্থা
ফার্মা ও হেলথ কেয়ার স্টক বাদে অন্য সব সেক্টরের স্টক ওপরে বন্ধ হয়েছে। আজ বাজার বৃদ্ধির কারণ ছিল ব্যাঙ্কিং শেয়ারে উত্থান। ব্যাঙ্ক নিফটি 2.31 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে এদিন। পাশাপাশি নিফটি আইটি, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি এফএমসিজি ও নিফটি মেটালস্টকও বুমের সঙ্গে বন্ধ হয়েছে। আজকের ট্রেডিং সেশনে, মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলিও ভাল বৃদ্ধি পেয়েছে। 50টি নিফটি স্টকের মধ্যে কেবল 11টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। যেখানে 39টি বন্ধ হয়েছে ওপরে । পাশাপাশি 30টির মধ্যে 25টি সেনসেক্স স্টক বন্ধ হয়েছে লাভের সঙ্গে। পতনের সঙ্গে দৌড় থামিয়েছে 5টি স্টক ৷
Share Market Closing: বুলিশ স্টক কোনগুলি
আজকের দ্রুত গতির মার্কেটে IndusInd Bank 3.99%, ACI 3.97%, Tata Steel 2.74%, Bajaj Finserv 2.53%, ITC 2.51%, Axis Bank 2.44%, UltraTech Cement 1.98%, HDFC Bank 1.91%, Tata 1.91% বন্ধ হয়েছে৷
Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ৫.৮৭ লক্ষ কোটি টাকা
পুঁজিবাজারে উচ্ছ্বাসের কারণে, বিনিয়োগকারীরা গত সপ্তাহে তাদের যে বিশাল ক্ষতি হয়েছিল তা পূরণ করতে সক্ষম হয়েছেন। বাজারের এই উচ্ছ্বাসে বিনিয়োগকারীদের সম্পদে 5.87 লক্ষ কোটি টাকা লাভ হয়েছে। ইনভেস্টারদের সম্পদ বেড়েছে 277.99 লক্ষ কোটি টাকা, যা আগে ছিল 272.12 লক্ষ কোটি।
share Market Live: ব্ল্যাক ফ্রাইডে-র আঁচ পড়ল না সপ্তাহের শুরুতে। সোমবার সবুজেই খুলল ভারতীয় শেয়ার বাজার। কোভিড আতঙ্ক নিয়ে গত সপ্তাহের তলানি থেকে অনেকটাই ঘুরে দাঁড়াল নিফটি, সেনসেক্স। তবে এদিনও শুরুটা পতনের সঙ্গেই করেছে সেনসেক্স। ২০২২ সালের শেষ ব্যবসায়িক সপ্তাহে নিফটি সবুজে যাত্রা শুরু করে।
Stock Market Opening: বাজার খোলার ১৫ মিনিটের মধ্যেই গতি দেখায় বুলরা
বাজার শুরুর ১৫ মিনিটের মধ্যেই শেয়ারবাজারে জোরালো বৃদ্ধি দেখা গেছে। সেনসেক্স 344.23 পয়েন্ট অর্থাৎ 0.58 শতাংশ বেড়ে 60,189.52 এ লেনদেন করছে। পাশাপাশি নিফটি 101.50 পয়েন্ট অর্থাৎ 0.57 শতাংশের শক্তির সঙ্গে 17,908.30-তে ট্রেড শুরু করেছে।
share Market Live: শুরুতে কেমন ছিল বাজার ?
আজকে বাজার খোলার সময়, NSE-র নিফটি 23.6 পয়েন্ট বেড়ে 17,830.40 স্তরে খোলে। অন্যদিকে, বিএসই-এর 30-শেয়ারের সূচক সেনসেক্স 90.21 পয়েন্ট বা 0.15 শতাংশ কমে 59,755.08 এ দৌড় শুরু করেছে।
আরও পড়ুন: Fake Website: ওয়েবসাইটে ঢুকলেও হতে পারেন প্রতারণার শিকার,কীভাবে বুঝবেন আসল-নকল ?