YouTube: সম্প্রতি গত বৃহস্পতিবার ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার নীল মোহন জানিয়েছেন যে ভারতের কনটেন্ট ক্রিয়েটররা গত ৩ বছরে ইউটিউব থেকে প্রায় ২১ হাজার কোটি টাকা আয় করেছেন। এর মধ্যে শুধু যে কনটেন্ট ক্রিয়েটররা (YouTube Earning) আছেন তা নয়, আছেন বহু শিল্পী এবং সংবাদসংস্থাও। আর এই মর্মে (Indian YouTubers) তিনি জানিয়েছেন যে ভারতে এই কনটেন্ট ক্রিয়েশন সেক্টরে সমৃদ্ধি আনতে ইউটিউব আরও ৮৫০ কোটি টাকা বিনিয়োগ করবে আগামী দিনে।

১০ কোটিরও বেশি চ্যানেল কনটেন্ট আপলোড করেছে

ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছেন যে ভারতের সবথেকে বিশেষত্বের জায়গাটা ধরে রেখেছেন ভারতের কনটেন্ট ক্রিয়েটররা। ইউটিউবে তারা তুলে ধরেছেন ভারতের ইতিহাস, সংস্কৃতি, প্যাশন আর তা পৃথিবীর প্রতিটি কোনায় (YouTube Earning) পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শি নেতৃত্বে ভারতে কনটেন্ট ক্রিয়েটররা বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে গিয়েছেন। আর এভাবেই ভারত বিশ্বের মধ্যে নিজের একটি স্পষ্ট ডিজিটাল উপস্থিতি গড়ে তুলেছে।

নীল মোহন বলেন, 'বিশ্বের যে কোনও সরকার প্রধানের মধ্যে প্রধানমন্ত্রী মোদির ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২.৫ কোটিরও বেশি। ভারতকে একটি সৃজনশীল দেশ (Indian YouTubers) হিসেবে বর্ণনা করে নীল মোহন বলেন, 'গত বছর দেশের ১০ কোটিরও বেশি চ্যানেল ইউটিউবে কনটেন্ট আপলোড করেছে, যার মধ্যে ১৫ হাজারেরও বেশি চ্যানেলের গ্রাহক সংখ্যা এখন ১০ লক্ষেরও বেশি।

সফল ব্যবসা গড়ে তুলতেও সাহায্য করেছে এই পরিবর্তন, বলেন নীল মোহন

নীল মোহন বলেন, কয়েক মাস আগের তুলনায় এখন ভারতে ১১ হাজার বেশি চ্যানেল রয়েছে। ইউটিউব এই ক্রিয়েটরদের যে শুধু নিজেদের আবেগ-অনুভূতি বিশ্বের সঙ্গে ভাগ করে নিতেই সহায়তা করছে এমন নয়, বরং বিশ্বস্ত ভক্ত-অনুরাগীর সম্মিলন (Indian YouTubers) ঘটাতে এবং সফল ব্যবসা গড়ে তুলতেও সহায়তা করেছে। শুধুমাত্র গত তিন বছরেই ভারতের ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর, মিডিয়া এবং শিল্পীদের ২১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ইউটিউবের পক্ষ থেকে। নীল মোহন জানান যে কোনও স্থানের ক্রিয়েটরদের সমস্ত ক্ষেত্রের দর্শকদের সঙ্গে সংযুক্ত করার ক্ষমতা ইউটিউবকে সাংস্কৃতিক মেলবন্ধনের এক ইঞ্জিন বানিয়ে দিয়েছে, আর ভারতের মত খুব কম দেশই আছে যেখানে এই ক্ষমতাকে কাজে লাগানো হয়েছে।