নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছে আমেরিকা। তার পরও রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। তবে তেল কিনলেও, পরিমাণ আগের থেকে কমে গিয়েছে। অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়ার থেকে ১৪ শতাংশ কম অশোধিত তেল কিনেছে ভারত।  (Russia Oil Import)

Continues below advertisement

ইউরোপের থিঙ্কট্যাঙ্ক Centre for Research on Energy and Clean Air (CREA) এই তথ্য় প্রকাশ করেছে। তাদের দাবি, চিনের পর রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি কিনছে ভারতই। সেপ্টেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে ২.৫ বিলিয়ন ইউরো মূল্যের অশোধিত তেল কিনেছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৫ হাজার ৭৮৫ কোটি টাকা। তবে অগাস্টের তুলনায় পরিমাণ ১৪ শতাংশ কম। (India-Russia Crude oil Import)

তেলের জন্য বরাবর পশ্চিম এশিয়ার উপর নির্ভরশীল থেকেছে ভারত। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধলে, রাশিয়ার থেকে আমদানিকৃত তেলের পরিমাণ বাড়ায় ভারত। একদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, অন্য দিকে ইউরোপে চাহিদায় ঘাটতি, তেলের দামে মোটা ছাড় দিতে শুরু করে রাশিয়া। আগে যেখানে রাশিয়ার থেকে ১ শতাংশ অশোধিত তেল আমদানি করত ভারত, তা বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছে যায়। এর দরুণই ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক চাপান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Continues below advertisement

CREA জানিয়েছে,  সেপ্টেম্বর মাসে প্রতি দিন রাশিয়ার কাছ থেকে ১৬ লক্ষ ব্যারেল তেল কিনেছে ভারত, যা ফেব্রুয়ারি থেকে ধরলে এখনও পর্যন্ত সবচেয়ে কম। তবে অশোধিত তেলই নয় শুধু, রাশিয়ার কাছ থেকে কয়লা (৪ হাজার ৬৬১ কোটি টাকা) এবং তৈলপণ্যও (৩৫৫০ কোটি টাকা) কিনেছে ভারত। তবে রাশিয়া থেকে তেল কেনা সবচেয়ে বেশি কমিয়ে দিয়েছে দেশের সরকারি শোধনাগারগুলি, প্রতি মাসের নিরিখে প্রায় ৩৮ শতাংশ। ২০২২ সালের মে মাস থেকে ধরলে পরিমাণ এই মুহূর্তে সবচেয়ে কম।

সেপ্টেম্বর মাসে রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনেছে চিন।  রফতানি থেকে থেকে যত আয় হয় রাশিয়ার, তার প্রায় ৪২ শতাংশই চিনের কাছ থেকে মিলেছে। রাশিয়া থেকে আমদানি করা অশোধিত তেল শোধন করে, তা পেট্রোল ও ডিজেলের আকারে ইউরোপ তথা G7 দেশগুলিতে বিক্রি করে ভারতের শোধনাগারগুলি। ভারতকে মোটা ছাড় দেয় রাশিয়া, ব্যারেল প্রতি দাম কখনও কখনও গিয়ে ঠেকে মাত্র ১৮-২০ ডলারে। তবে সরকারি শোধনাগারগুলি রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিলেও, Reliance Industries এবং Rosneft-এর মদতপুষ্ট Navara Energy আমদানি বাড়িয়েছে। 

Kepler জানিয়েছে, রাশিয়ার থেকে দিনে ৮ লক্ষ ৫০ ব্যারেল তেল কিনছে Reliance. জানুয়ারি মাসে এই পরিমাণ ছিল ৪ লক্ষ ২০ হাজার। Nayara রাশিয়ার থেকে প্রতিদিন ৪ লক্ষ ব্যারেল তেল আমদানি করছে, যা চলতি বছরে সর্বাধিক।