Continues below advertisement

Indigo Crisis :  ইন্ডিগোর উড়ান (Indigo FLight Crisis) নিয়ে টানা সমস্যার জেরে পড়েই চলেছে শেয়ারের দাম (Indigo Share Price)। সপ্তাহের শুরুতেই ধস নামল শেয়ারের দামে (Indigo Share Crash)। আজ ৭ শতাংশ প়ড়েছে স্টক। এই সময় আপনার কী করা উচিত ? 

আজ কী হয়েছে বাজারেইন্টারগ্লোব এভিয়েশন (ইন্ডিগো) এর শেয়ারের দাম সোমবারের লেনদেনে প্রায় ৭% কমেছে। দিল্লি বিমানবন্দর জানিয়েছে, ইন্ডিগোর ফ্লাইটে দেরি হতে পারে। গত সপ্তাহে বিমান পরিদর্শকদের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর এই অবস্থা হয়েছে শেয়ারের।

Continues below advertisement

কেন পরিস্থিতি হয়েছে কোম্পানিরগত সপ্তাহে হাজার হাজার ফ্লাইট বাতিলের পর টানা সপ্তম দিনও ফ্লাইটে দেরি দেখা গেছে। যার ফলে যাত্রীরা আটকে পড়েছিলেন ও পরিস্থিতির কারণে বিমান ভাড়ায় বিপুল বৃদ্ধি দেখা যায়। যাতে হয়রানির শিকার হন যাত্রীরা। যেকারণে ভাড়ার সীমা বেঁধে দিতে বাধ্য হয় সরকার। 

স্পাইসজেটের শেয়ারের দামে বিপুল লাফ অন্যদিকে, স্পাইসজেটের শেয়ারের দাম ১২% বৃদ্ধি পেয়েছে। ইন্ডিগোর ফ্লাইট ব্যাহত হওয়ার মধ্যে টানা দ্বিতীয় দিনেও বেড়েছে। কোম্পানির প্রতিযোগী ইন্টারগ্লোব অ্যাভিয়েশনে বেশ কয়েকটি ফ্লাইটে দেরি ও বাতিলের পরে শেয়ারের দাম বেড়েছে। যার ফলে স্পাইসজেটের ফ্লাইটের বুকিং বেড়েছে।

ইন্ডিগোর শেয়ারের পতনের কারণ কী ?ডিজিসিএ বিমান সংস্থার কেন এই পরিস্থিতি হয়েছে, তা জানার জন্য একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। যদিও তাদের আপডেট করা শুল্ক বিধি সম্পর্কে আগে থেকেই অবহিত করা হয়েছিল। আজ বিনিয়োগকারীদের মূল চিন্তার কারণ ছিল ইন্ডিগোর ব্যয় বৃদ্ধি। এই পরিস্থিতিতে বিমান সংস্থাটির ওপর অস্থায়ী পরিচালনা বিধিনিষেধ আরোপ করতে পারে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে।

ইন্ডিগোর দ্বিতীয় ত্রৈমাসিকের ফল কী হয়েছেভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর মূল সংস্থা ইন্টারগ্লোব এভিয়েশন সেপ্টেম্বর প্রান্তিকের জন্য তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে, যেখানে গত বছরের একই সময়ে তাদের লোকসান ছিল ₹৯৮৭ কোটি টাকার তুলনায় ₹২,৫৮২ কোটি টাকার নিট লোকসান হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )