RBI News Update: ইন্ডাসইন্ড ব্যাঙ্কে (IndusInd Bank Share Price) বড় খবর। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra) বেসরকারি ব্যাঙ্কের সাম্প্রতিক সংকট নিয়ে মন্তব্য করার পরই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম ৫% এর বেশি বেড়ে গেছে। বিএসইতে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম ৫.৩২% বেড়ে ৮৪৫.৮৫ টাকায় দাঁড়িয়েছে।
কোন খবরের পর শেয়ারে গতি
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি বৈঠকের পরই সাংবাদিক সম্মেলন করেছিল আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেছেন, ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। মালহোত্রা বলেছেন, “ইন্ডাসইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টিং পদ্ধতি উন্নত করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। ব্যাঙ্কের সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। ব্যাঙ্ক সামগ্রিকভাবে ভালো কাজ করছে। ”
মালহোত্রা জানিয়েছেন, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এমডি ও সিইও পদত্যাগ করেছেন, যা সঠিক পদক্ষেপ। আরবিআইয়ের ডেপুটি গভর্নর জে স্বামীনাথন আশ্বস্ত করে জানিয়েছেন, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সমস্যা থেকে কোনও পদ্ধতিগত প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাঙ্ক ব্যাঙ্কিং ব্যবস্থার উপর নজরদারি চালিয়ে যাবে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সংকটইন্ডাসইন্ড ব্যাঙ্ক বর্তমানে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে উল্লেখযোগ্য অ্যাকাউন্টিং অনিয়ম পাওয়ার পর একটি ফরেনসিক অডিট চলছে। এই বছরের মার্চ মাসে ডেরিভেটিভস অ্যাকাউন্টিংয়ে ত্রুটির কারণে ব্যাঙ্ক তার নিট সম্পদের উপর ₹2,000 কোটি টাকার প্রভাব প্রকাশ করেছে। পরবর্তী তদন্তে আরও অসঙ্গতি প্রকাশ পেয়েছে। যার ফলে ব্যাঙ্ক নেতৃত্বের পুনর্গঠন শুরু করেছে। যার মধ্যে একজন নতুন প্রধান এক্সিকিউটিভ নিয়োগ রয়েছে।
সম্প্রতি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ব্যাঙ্কের প্রাক্তন সিইও সুমন্ত কাঠপালিয়া, ডেপুটি সিইও অরুণ খুরানা ও আরও তিনজন ব্যক্তিকে ইনসাইডার ট্রেডিং নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিকিউরিটিজ লেনদেন থেকে নিষিদ্ধ করেছে।
এই ইনসাইডার ট্রেডিং আসলে কী
অনেক সময়ে ব্যাঙ্কের গোপন খবর পরিচিত, আত্মীয়স্বজন বা বন্ধুদের জানিয়ে দেয় কোম্পানির উচ্চ পর্যায়ের বা ম্যানেজমেন্টের লোকজন। বেশিরভাগ ক্ষেত্রে দেখ যায়, ম্যানেজমেন্টের লোকজন প্রতিষ্ঠানের ভাল খবর জানিয়ে সুফল লাভ করে। কারণ ব্যাঙ্কের আর্থিক সুখবর প্রকাশ্যে আসতেই শেয়ার কেনায় ধুম পড়ে যায়। যার ফলে ব্য়াঙ্ক ঘনিষ্ঠ ওই লোকজন শেয়ার কিনে রাখলে প্রফিটের অংশ পায় ওই ব্যক্তি। পরিচিতদের এই খবর পাঠানোকেই ইনসাইডার ট্রেডিং নাম দেওয়া হয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)