Boat IPO: এবার আইপিও(IPO)আনতে চলেছে বোট ব্র্যান্ড খ্যাত ইমাজিন মার্কেটিং (Imagine Marketing)। বোট ইয়ারফোনস (Boat earphones)ও স্মার্টওয়াচ বিক্রি করে এই কোম্পানি। ইতিমধ্যেই বাজার থেকে টাকা তুলতে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)-র কাছে ড্রাফট পেপার জমা দিয়েছে ইমাজিন মার্কেটিং। সব মিলিয়ে ২০০০কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। 


Boat IPO: সেবিকে জমা দেওয়া খসড়া অনুসারে ৯০০ কোটি টাকার নতুন ইস্যু আনবে কোম্পানি। যা ১১০০ কোটি টাকার অফারে বিক্রি করা হবে। এই আইপিও থেকে কোম্পানি তাদের ঋণ শোধ করবে। গত বছর Boat কোয়ালকম ভেঞ্চার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তখন কোম্পানির মূল্য ২২০০ কোটি টাকা অনুমান করা হয়েছিল। কিন্তু আইপিওর মাধ্যমে কোম্পানি ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার মূল্যের ভিত্তিতে অর্থ সংগ্রহ করবে।  


Imagine Marketing IPO :  ইতিমধ্যেই বোট অ্যাক্সিস ক্যাপিটাল, ক্রেডিট সুইস সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজকে আইপিওর জন্য বুক রানিং লিড ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে। ২০১৬ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। যা ইয়ারফোন, স্পিকার ও স্মার্টওয়াচে এক অন্যতম প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে নিজেদের তুলে ধরেছে। ৩১শে মার্চ গত আর্থিক বছরে ২০২০-২১-এ কোম্পানির আয় ছিল ১৫০০ কোটি টাকা। যার উপর ৭৮ কোটি টাকা লাভ হয়েছে কোম্পানির।


Imagine Marketing IPO : পরিসংখ্যান বলছে, ২০২১ সালে বাজারে আইপিও এলেও মন্দার মুখ দেখতে হয় কোম্পানিগুলিকে। সেই সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আইপিওগুলি। এরপর আইপিও নিয়ে আসা কোম্পানিগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক বড় কোম্পানি এখন আইপিও এনেও ইস্যু প্রাইস থেকে ৫০ শতাংশের বেশি নেমে গিয়ছে। যা নিয়ে চিন্তা থাকছে নতুন আইপিও আনা কোম্পানিগুলির। এবার সেই তালিকাতে নাম লেখাতে চলেছে ইমাজিন মার্কেটিং।


আরও পড়ুন : LIC IPO Launch: এলআইসির আইপিও আসছে এই মাসে, জোর কদমে চলছে প্রস্তুতি


আরও পড়ুন: IPO দুনিয়ায় মান্যবর খ্যাত বেদান্ত ফ্যাশনস, সম্ভাব্য লঞ্চ ফেব্রুয়ারির প্রথমেই