LIC IPO Update: আর মাত্র কিছুদিনে অপেক্ষা। মার্চের এই তারিখেই বাজারে আসতে পারে LIC IPO। অন্তত সূত্রের খবর তেমনই বলছে। ইতিমধ্যেই LIC IPO-র দিনক্ষণ ও প্রাইস ব্যান্ড কত হবে তা সামনে এসে গিয়েছে বলে খবর।
LIC IPO: দেশের আইপিও ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগের প্লাটফর্ম আনতে চলেছে সরকার। সূত্রের খবর, আগামী ১০ মার্চ শেয়ার বাজারে নমে যাবে এলআইসির আইপিও। সেদিনই সাবস্ক্রিপশন করতে পারবেন বিনিয়োগকারীরা। LIC IPO এর মাধ্যমে ৬৫,৪০০ কোটি টাকা তুলতে পারে সরকার। বিনিয়োগকারীরা এই আইপিওতে ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এমনই বলছে বিভিন্ন রিপোর্ট। শোনা যাচ্ছে, এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০০০ থেকে ২১০০ টাকা হতে পারে।
LIC IPO Update: সরকার LIC-এর IPO আনতে SEBI-এর কাছে ইতিমধ্যেই একটি খসড়া কাগজ জমা দিয়েছে। সেই কাগজ এখন SEBI-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইপিও চালুর তারিখ, প্রাইস ব্যান্ড সরকার প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে, সেবি আগামী দু-সপ্তাহের মধ্যে আইপিও অনুমোদন করবে। তারপরে আইপিও আনার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পাশাপাশি প্রাইস ব্যান্ডও প্রকাশ করবে কোম্পানি। সরকার এলআইসি আইপিও-র বড় প্রস্তুতি নিচ্ছে। আইপিওতে বিনিয়োগের জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
LIC-এর পাবলিক ইস্যুতে, ২৮ কোটি পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার রিজার্ভ রাখা হতে পারে। তাদের শেয়ার প্রতি ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। LIC আইপিওতে রিজার্ভ কোটার অধীনে শেয়ার পেতে পলিসির সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ রাখা হয়েছে। এই তারিখের মধ্যে পলিসি হোল্ডারদের পলিসির সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে বলে খবর।
এলআইসি আইপিওর সম্ভাব্য বিবরণ
আইপিও খোলার তারিখ - 10 মার্চ 2022
IPO বন্ধ হবে - 14 মার্চ 2022
প্রাইস ব্যান্ড - শেয়ার প্রতি 2,000 টাকা থেকে 2100 টাকা
আইপিও আকার - 65,416.29 কোটি টাকা
বিক্রয়ের জন্য অফার - 31,62,49,885 শেয়ার
অ্যাঙ্কর ইনভেস্টর অ্যালোটমেন্ট - 9 মার্চ 2022
লট সাইজ - 7 শেয়ার
কর্মচারীদের জন্য - 1.58 কোটি শেয়ার (10% ডিসকাউন্ট সহ 1890 টাকায়)
পলিসিধারীদের জন্য - 3.16 কোটি শেয়ার (10% ডিসকাউন্ট সহ 1890 টাকায়)