Nephro Care IPO: মেডিকেয়ার সেগমেন্ট সংস্থা নেফ্রো কেয়ার ইন্ডিয়া (Nephro Care IPO) সম্প্রতি বাজারে তাদের আইপিও নিয়ে এসেছে। আর এই আইপিওতেই দারুণ সাড়া পড়েছে বাজারে। কলকাতা ভিত্তিক এই সংস্থার আইপিও (IPO Listing) গতকালের হিসেবে ৩ দিনে মোট ৭১৫ বার সাবস্ক্রিপশন পেয়েছে। বিনিয়োগকারীদের নজরে এখন এই আইপিও।


NSE SME-তে তালিকাভুক্ত হবে এই স্টক


নেফ্রো কেয়ার ইন্ডিয়া তাদের এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪১.২৬ কোটি টাকা তুলতে চেয়েছে। ২৮ জুন বাজারে এসেছিল এই আইপিও। ২ জুলাই থেকে ৪ জুলাই অর্থাৎ আজ পর্যন্ত এই আইপিওতে বিড করা যাবে। এই আইপিওতে শুধুই নতুন শেয়ার ইস্যু করা হয়েছিল। আইপিওর মাধ্যমে এই সংস্থা তাদের ৪৫.৮৪ লক্ষ নতুন শেয়ার বাজারে ছেড়েছে। এসএমই ক্যাটাগরির এই আইপিওর প্রাউস ব্যান্ড রাখা হয়েছে ৮৫-৯০ টাকা। আগামীকাল অর্থাৎ ৫ জুলাই এই আইপিও বাজারে তালিকাভুক্ত হবে।


কত ছিল নেফ্রো কেয়ার আইপিওর ইস্যু সাইজ


নেফ্রো কেয়ার ইন্ডিয়ার আইপিওতে একটি লটে ১৬০০টি শেয়ার রাখা ছিল। এই আইপিওতে একজন যদি বিনিয়োগ করতে চাইতেন, তাহলে তাঁকে এক লটের জন্য কমপক্ষে ১ লক্ষ ৪৪ হাজার টাকা প্রয়োজন ছিল। HNI ক্যাটাগরির জন্য বিনিয়োগকারীরা কমপক্ষে ২ লক্ষ ৮৮ হাজার টাকা ২ লটের জন্য বিনিয়োগ করতে হত।


কত সাবস্ক্রাইব হয়েছে এই আইপিও


এই আইপিওর বিপুল লট সাইজ এবং ইস্যু প্রাইস থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এই আইপিও। NII ক্যাটাগরিতে এই আইপিও ১৭৮৭.১৯ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে। QIB ক্যাটাগরিতে বিনিয়োগকারীরা ২৪৫.১৪ বার সাবস্ক্রিপশন পেয়েছেন। আর খুচরো বিনিয়োগকারীরা ৬৩৪.১২ গুণ সাবস্ক্রিপশন পেয়েছে এই আইপিও। আর সামগ্রিকভাবে এই আইপিওতে ৭১৫.১৮ গুণ সাবস্ক্রিপশন এসেছে এই নেফ্রো কেয়ার ইন্ডিয়ার আইপিওতে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market High: ব্যাঙ্কিং, আইটি স্টকে গতি, ৮০ হাজার পেরিয়ে ছুটছে বাজার- কোন কোন স্টক নজরে আজ ?