IPO Launch: বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির ছাড়পত্র পাওয়ার পরেই বাজারে আইপিও আনার তোড়জোড় জোরকদমে শুরু করেছে ভারতী হেক্সাকম (Bharati Hexacom IPO)। এর আগে ২০১২ সালে বাজারে এসেছিল ভারতী ইনফ্রাটেলের আইপিও। এবার বাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে ভারতী হেক্সাকম সংস্থা। জানা গিয়েছে আগামী ৩ এপ্রিল আইপিও নিয়ে আসবে ভারতী হেক্সাকম। এমনকী সংস্থার আইপিওর প্রাইসব্যান্ডও জানানো হয়েছে।


সেবির অনুমোদন মিলেছে


২০২৪ সালের শুরুতেই সেবির কাছে আইপিও আনার আবেদন জানিয়েছিল সংস্থা। এই মাসে ১১ তারিখে সেবির কাছ থেকে কনক্লুশন লেটার পেয়েছে ভারতী হেক্সাকম। এই কনক্লুশন লেটারের ভিত্তিতেই কোনও সংস্থা আইপিও আনার ছাড়পত্র পায়।


কবে আসবে ভারতী হেক্সাকমের আইপিও


আগামী ৩ এপ্রিল বাজারে আসবে ভারতী হেক্সাকমের আইপিও (Bharati Hexacom IPO) এবং এই আইপিওতে বিডিং করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। তবে ২ এপ্রিল থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগ করতে পারবেন।


লট সাইজ কত


ভারতী হেক্সাকমের আইপিওর একটি লটে রাখা হয়েছে ২৬টি ইকুইটি শেয়ার। অর্থাৎ যে সমস্ত বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের এক লট অর্থাৎ ২৬টি শেয়ার একত্র কিনতে হবে।


প্রাইসব্যান্ড কত


ভারতী হেক্সাকমের আইপিওর প্রাইসব্যান্ড নির্ধারিত হয়েছে ৫৪২ টাকা থেকে ৫৭০ টাকা।


কবে অ্যালটমেন্ট


৮ এপ্রিল আইপিওর (Bharati Hexacom IPO) অ্যালটমেন্ট পাবেন বিনিয়োগকারীরা। তারপর ১০ এপ্রিল সংস্থার পক্ষ থেকে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে এবং আগামী ১২ এপ্রিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ার নথিভুক্ত হবে।


কীভাবে বিক্রি হবে আইপিও


এই আইপিওর ক্ষেত্রে কোনও নতুন শেয়ার ইস্যু করা হবে না। পুরোটাই হবে অফার ফর সেলে। সংস্থার ১৫ শতাংশ স্টেক বিক্রি করা হবে অফার ফর সেলে যা সংখ্যার হিসেবে ৭.৫ কোটি ইকুইটি শেয়ার।


মুনাফা কত, রেভিনিউ কত


২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সংস্থার মুনাফার অঙ্ক কমেছে ৬৭.২ শতাংশ, তবে সংস্থার রেভিনিউ বেড়েছে ২২.৩ শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Multibagger Stock: মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগেই ১৪ লাখ টাকা রিটার্ন, দশ বছরে ধনী বানাতে পারত এই স্টক