Stylam Industries Share: শেয়ার বাজারে কিছু কিছু মাল্টিব্যাগার স্টকের সন্ধানেই বিনিয়োগকারীরা সবসময় থাকেন। যে সমস্ত স্টকগুলি অল্প সময়ের মধ্যেই বিপুল রিটার্ন এনে দিতে পারে, সেই স্টকগুলিতে বিনিয়োগ করতে চান অনেকেই। কিন্তু সঠিক তথ্য ও পড়াশোনা না থাকায় তা হয়ে ওঠে না। এমনই একটি মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) হল স্টাইলাম ইন্ডাস্ট্রিজ (Stylam Industries)। দশ বছরের মেয়াদে এই সংস্থার স্টকে মিলেছে বিপুল রিটার্ন। ১০ হাজার টাকা থেকেই ১৪ লাখ টাক রিটার্ন দিয়েছে এই স্টক।


১০ বছরের মেয়াদে স্টাইলাম ইন্ডাস্ট্রিজ সংস্থার শেয়ারে এসেছে ১৪০০০ শতাংশ রিটার্ন। আজ থেকে ১০ বছর আগে কেউ যদি এই সংস্থার শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে তিনি রিটার্ন পেতেন ১৪ লাখ টাকা।


এই সংস্থার শেয়ারের দাম (Multibagger Stock) আগের সপ্তাহের শেষ ট্রেডিং দিন অর্থাৎ শুক্রবার ১.৪১ শতাংশ বেড়ে হয়েছে ১৫৩৬.৮৫ টাকা। এই সংস্থার শেয়ারের এখন বাজারগত মূলধনের পরিমাণ ২৬০৫ কোটি টাকা। যেখানে এই সংস্থার ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ১৯৭০.৭০ টাকা, সেখান থেকে এখন অনেকটাই নিচে এসে থেমেছে শেয়ারের দাম। বিগত এক বছরে স্টাইলাম ইন্ডাস্ট্রিজের (Stylam Industries) শেয়ারের দাম বেড়েছে ৫১.৫৮ শতাংশ, তিন বছরের হিসেবে দেখা গিয়েছে এই শেয়ারের দাম বেড়েছে ১২৫.১১ শতাংশ। অন্যদিকে, আজ থেকে ৫ বছর আগে যদি কেউ এই শেয়ারে বিনিয়োগ করে রাখতেন, তাহলে আজকের দিনে তিনি ৩১৬.৫৩ শতাংশ রিটার্ন পেতেন। তবে বিগত তিন মাসে এই সংস্থার শেয়ারে এসেছে বিপুল পতন। ২২৫ শতাংশ কমে গিয়েছে শেয়ারের দাম এবং ২০২৪ সালের শুরু থেকে ধরলে আজকের দিন পর্যন্ত এই সংস্থার শেয়ারে ১৭০ শতাংশ ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।


মূলত ইন্টিরিয়র ও এক্সটিরিয়র ডিজাইনের পণ্য নির্মাণের সঙ্গে যুক্ত এই সংস্থা। এশিয়ার সবথেকে বড় ল্যামিনেট উৎপাদন কারখানা পরিচালনা করে থাকে এই স্টাইলাম ইন্ডাস্ট্রিজ (Stylam Industries)। সংস্থার মোট মালিকানার ৪৫.৩৯ শতাংশ রয়েছে পাবলিক শেয়ারহোল্ডারদের কাছে এবং ৪ শতাংশ মালিকানা ধরা আছে মিউচুয়াল ফান্ডগুলির কাছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Upcoming IPO: আগামী সপ্তাহে আসছে এসআরএম কন্ট্রাক্টরস আইপিও ,কত চলছে জিএমপি, কিনলে লাভ পাবেন ?