Premier Energies IPO: ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সোলার সেল উৎপাদনকারী সংস্থা প্রিমিয়ার এনার্জিস এবার বিশাল মাপের আইপিও আনতে চলেছে বাজারে। আর এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০০ কোটিরও বেশি অর্থ সংগ্রহের চেষ্টা করছে এই সংস্থা। ইতিমধ্যেই বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে এই আইপিওর জন্য আবেদনপত্র জমাও করে দিয়েছে প্রিমিয়ার এনার্জিস (Premier Energies IPO)। জেনে নিন এই সংস্থার ব্যবসার খুঁটিনাটি এবং আইপিও নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য।


আইপিওর সাইজ কেমন হবে


হায়দরাবাদে গড়ে প্রিমিয়াম এনার্জিস সংস্থা (Premier Energies IPO) মূলত ইন্টিগ্রেটেড সেল ও সোলার মডিউল প্রস্তুতিতে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থানে আছে। সেবির কাছে আইপিও আনার জন্য ইতিমধ্যেই খসড়া জমা করেছে এই সংস্থা। আইপিওর আকার হতে চলেছে ১৫০০ কোটিরও বেশি। অর্থাৎ প্রিমিয়ার এনার্জি আইপিওর মাধ্যমে বাজারে ১৫০০ কোটি টাকার নতুন ইকুইটি ইস্যু আনতে চলেছে। এছাড়াও যে সমস্ত শেয়ারহোল্ডারদের কাছে আগে থেকেই এই সংস্থার শেয়ার আছে, তারাও তাঁদের ২.৮২ কোটি টাকার শেয়ার অফার ফর সেলের মাধ্যমে বিক্রি করতে পারবেন।


অফার ফর সেলের প্রস্তাব


সেবির কাছে জমা করা খসড়া অনুযায়ী যে সমস্ত শেয়ারহোল্ডাররা অফার ফর সেলের মাধ্যমে নিজেদের স্টেক বিক্রি করতে চাইছেন তাঁদের মধ্যে রয়েছে সাউথ এশিয়া গ্রোথ ফান্ড ২ হোল্ডিং এলএলসি (২,৩৮,৪৬,৪০০ শেয়ার আছে), সাউথ এশিয়া ইবিটি ট্রাস্ট (১,৫৩,৬০০ শেয়ার আছে) এই দুই সংস্থা। এছাড়া প্রিমিয়ার এনার্জিস সংস্থার (Premier Energies IPO) প্রতিষ্ঠাতা চিরঞ্জীব সিং সালুজাও অফার ফর সেলের মাধ্যমে ৪২ লক্ষ শেয়ার বিক্রি করতে চলেছেন।


আইপিওর আগে প্লেসমেন্টের পরিকল্পনা কী আছে


তবে জানা গিয়েছে যে আইপিও আনার আগে বাজারে এই সংস্থা আনতে চলেছে প্রি-আইপিও প্লেসমেন্ট প্ল্যান। আর এর মাধ্যমে সংস্থা বাজার থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করতে পারে। প্রি-আইপিও প্লেসমেন্ট থাকলে আইপিওতে নতুন ইস্যু কমানো হবে বলে জানা গিয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Best Stocks To Buy: সোমে লাভ দিতে পারে এই তিন স্টক, কত রাখবেন টার্গেট ?