ITR File Last Date: গত ২ বছর এই সুবিধা পেয়ে এসেছেন দেশের নাগরিকরা। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ চলে যাওয়া সত্ত্বেও দেওয়া হয়েছে বাড়তি সুযোগ। প্রশ্ন উঠেছে এবারও কি সেই পথে হাঁটতে চলেছে আয়কর বিভাগ।


Income Tax Return: আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ 
২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৩১ জুলাই আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ রেখেছে সরকার। ট্যুইট করে আগেই আয়কর বিভাগ জানিয়েছে, এই তারিখ চলে গেলে ভুগতে হবে করদাতাদের। তবে এই তারিখ আরও বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেছে বিভিন্ন ট্যাক্স অ্যাসোসিয়েশন। যা নিয়ে ইতিমধ্যেই পরিষ্কার বার্তা দিয়েছে সরকার।


ITR Filing: সরকার কী বলেছে ?


এতকিছুর পরও টুইটার হ্যান্ডেলে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ। তারা বলেছে, ৩১ জুলাইয়ের মধ্যে কর জমা দিতে হবে করদাতাদের। সেই ক্ষেত্রে এই তারিখের কোনও এক্সটেনশন হবে না। ট্যুইটে আয়কর বিভাগ বলেছে, “ ২৫ জুলাইয়ের মধ্যেই AY 2022-23 এর জন্য ৩ কোটিরও বেশি ITR ফাইল হয়েছে। ই-ফাইলিং পোর্টালে এই রিটার্ন ফাইল করেছেন করদাতারা। AY 2022-23-এর জন্য ITR ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২২ রাখা হয়েছে। যারা এখনও এই কাজ করেননি, তাদের এই তারিখের মধ্যে ITR ফাইল করার অনুরোধ করছি।"


শুধু আয়কর বিভাগই নয়, রাজস্ব সচিব তরুণ বাজাজও নিশ্চিত করেছেন যে, আইটিআর ফাইল করার সময়সীমার বাড়ানো হবে না। তিনি বলেন, '' অনেকেই বলছেন, ওয়েবসাইটে ত্রুটি রয়েছে। তবে এই আয়কর পোর্টালটি লোড নেওয়ার জন্য সক্ষম।'' আইটিআর ফাইলিংয়ের সময়সীমা বাড়ানোর বিষয়ে বাজাজ বলেছেন, “অনেকেই ভেবেছিলেন এখন তারিখ বাড়ানো রুটিন হয়ে গেছে। তাই তারা প্রাথমিকভাবে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটু ধীর গতি দেখাচ্ছিলেন। কিন্তু এখন দৈনিক ভিত্তিতে আমরা ১৫ লাখ থেকে ১৮ লাখ রিটার্ন পাচ্ছি। শীঘ্র্ই ২৫ লাখ থেকে ৩০ লাখ রিটার্নে যাবে সংখ্যাটা।" 


Income Tax Return: করদাতা, সমিতি এক্সটেনশন চায়


ইতিমধ্যেই সরকারের কাছে আয়কর জমার দিন বাড়ানোর অনুরোধ করেছে বেশ কয়েকটি সমিতি। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনারস (এআইএফটিপি), অ্যাডভোকেট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ট্যাক্স প্র্যাকটিশনারদের একটি সংগঠন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) কে বিভিন্ন কারণ দেখিয়ে আইটিআর ফাইলিংয়ের সময়সীমা এক মাস বাড়ানোর আহ্বান জানিয়েছে।



আরও পড়ুন : Income Tax Returns: সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে পাবেন এই সুবিধা, জানুন ৫ গুরুত্বপূর্ণ বিষয়