Income Tax Update: ২০২১-২২ সালের আর্থিক রিটার্ন জমা দেওয়ার তারিখ চলে গিয়েছে আগেই। আয়কর বিভাগের  পরিসংখ্যান বলছে, ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ৫.৮৩ কোটি মানুষ ITR ফাইল করেছেন। যার মধ্যে অনেকেই আইটিআর রিফান্ড স্ট্যাটাস জেনে গেছেন। যদিও রিফান্ড পাননি অনেকেই। আপনিও যদি এখনও টাকা ফেরত না পেয়ে থাকেন, তাহলে আয়কর রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করতে NSDL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।


ITR Refund: কখন ফেরত পাওয়া যাবে টাকা ?
আয়কর দফতরের নিয়ম অনুসারে, আইটিআর ফাইল করার দশ দিন পরে করদাতারা তাদের রিফান্ড স্ট্যাটাস জানতে পারেন। আইটিআর ই-ফাইলিং করার পরে করদাতা ২০ থেকে ৬০ দিনের মধ্যে তা ফেরত পান। এর মাঝে আপনাকে আয়কর বিভাগের ই-মেইল চেক করতে হবে। আপনি যদি আইটিআর ফাইল করার পরে অনলাইনে আপনার অর্থ ফেরতের স্থিতি পরীক্ষা করতে চান, তবে জেনে নিন পদ্ধতি। 


ITR Refund: আইটিআর রিফান্ড স্ট্যাটাস কীভাবে চেক করবেন ?
রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করার একাধিক উপায় রয়েছে। করদাতারা বিভিন্ন উপায়ে আইটিআর রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারেন। করদাতারা আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল ও NSDL-এর ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি করতে পারেন। অ্যাকনলেজমেন্ট নম্বর ও প্যান নম্বরের সাহায্যে ই-ফাইলিং পোর্টালে রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করা যেতে পারে।


ITR Refund: এভাবে স্ট্যাটাস চেক করুন


আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অনলাইনে করদাতাদের রিফান্ড স্ট্যাটাস জেনে নিতে পারেন। এটি প্যান নম্বরের মাধ্যমে চেক করা যেতে পারে। এর জন্য আপনার প্রয়োজন হবে অ্যাকনলেজমেন্ট নম্বর ও প্যান নম্বর।


প্রথমত, আয়কর ওয়েবসাইট www.incometax.gov.in -এ ক্লিক করুন।


এখানে আপনার PAN কার্ডের বিবরণ লিখুন।


তারপর ই-ফাইল বিকল্পটি নির্বাচন করুন।


এবার ইনকাম ট্যাক্স নির্বাচন করার পর এতে ভিউ ফাইলড রিটার্ন অপশনটি নির্বাচন করুন।


এখানে আপনি আপনার ITR এর অবস্থা দেখতে পারবেন।
এবার সহজেই এর ভিউ ফাইলড রিটার্নে ক্লিক করে স্থিতি পরীক্ষা করতে পারবেন।


আরও পড়ুন : 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল সরকার ?