Jeep electric SUV: বিশ্ববাজারের চাহিদা পূরণ করতে এবার প্রথম ইলেকট্রিক এসইউভি(Jeep electric SUV) আনতে চলেছে জিপ। অটো সাইটগুলোর মতে, কোম্পানির সবথেকে ছোট এসইউভি রেনেগেয়ারের থেকেও আয়তনে ছোট হবে এই গাড়ি। ভারতে লঞ্চ হলে এর সবথেকে বড় প্রতিযোগী হবে Tata Nexon EV। 


Jeep electric SUV: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
জিপের নতুন কমপ্যাক্ট SUV হবে তার প্রথম 'অল ইলেকট্রিক ভেহিক্যাল'। ভবিষ্যতে MG ZS বা Tata Nexon EV-এর প্রবল প্রতিদ্বন্দ্বী হতে পারে এই গাড়ি। সম্প্রতি গাড়ির ছবি প্রকাশ্যে এলেও তার নাম জানা যায়নি। শোনা যাচ্ছে, এই নতুন SUV-র সম্পর্কে শীঘ্রই বিশদে জানাবে কোম্পানি।


Jeep electric SUV: কেমন হয়েছে ডিজাইন ?
এই নতুন SUV-তে দেখতে পাবেন জিপের নিজস্ব শৈলী। জিপ কম্পাসের থেকে অনেকটাই ছোট হতে পারে এই গাড়ি। তবে ডিজাইনের ক্ষেত্রে কোনও খামতি রাখেনি কোম্পানি। সাধারণ জিপের মতো হলেও আঁটোসাটো চেহারা দেওয়া হয়েছে গাড়িতে। একবার দেখলেই কম্পাসের কথা মনে পড়াবে এই গাড়ি। বিশেষ করে সামনের অংশটি প্রায় একই রকম দেখতে হয়েছে। 




Jeep electric SUV: এই কনসেপ্ট এসইউভির পিছনের চাকা বেশ বড় রাখা হয়েছে। দরজার হাতলগুলিতে দেওয়া হয়েছে অনন্য আদল। জানলায় ওপর রাখা হয়েছে এই হাতল। গাড়ির টেইল-ল্যাম্পগুলি দেখতে বেশ সুন্দর। ইলেকট্রিক গাড়ি হলেও প্রথম থেকেই গাড়ির শৈলীতে নিজস্বতা বজায় রেখেছে জিপ। গাড়ির ছাদ ও বডিতে দেওয়া হয়েছে আলাদা রং। 


Jeep electric SUV: কবে আসছে ভারতে ? 
এই ইভি জিপটি 2023 সালের মধ্যে অটো শো-তে প্রদর্শিত হওয়ার কথা। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে 2024 সালের কাছাকাছি ভারতে আসতে পারে এই গাড়ি। তবে এই গাড়ি ভারতে আসার এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। সূত্রের খবর, নতুন EV SUVটিকে কম্পাসের নিচের বিভাগে রাখবে জিপ। MG ZS ও Nexon EV-র প্রতিদ্বন্দ্বী হবে এই গাড়ি। আগামী দুই বছরের মধ্যে ইভি বাজারের পরিধিও বাড়বে। ফলে ইলেকট্রিক এসইউভি-র বিভাগে জিপের পাশাপাশি আরও বিকল্প পাবে দেশবাসী। 


Jeep electric SUV: জিপ হওয়ায় এতে 4x4 হুইল ড্রাইভ আশা করতে পারেন ক্রেতারা। বর্তমানে গ্র্যান্ড চেরোকির মতো বিলাসবহুল SUV রয়েছে জিপের কাছে। দেশের বাজারে Fortuner-এর প্রতিদ্বন্দ্বী হতে পারে এই গাড়ি। তবে শীঘ্রই Jeep মেরিডিয়ান নামে আরও একটি সাত আসনের এসইউভি লঞ্চ করতে চলেছে জিপ ইন্ডিয়া।