Reliance Demerger Plans: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের জন্য হতে পারে সবথেকে বড় খবর। শীঘ্রই কোম্পানির তরফে উপহার পেতে চলেছেন শেয়ারহোল্ডাররা। শোনা যাচ্ছে, Jio Financial Services কোম্পানির নামে তার আর্থিক পরিষেবার ব্যবসা ডিমার্জ করবে রিলায়েন্স। খুব তাড়াতাড়ি তা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে একটি ধনকুবের প্রতিষ্ঠান হিসাবেই দেখে বাজার। কয়েক দশক ধরে তার শেয়ারহোল্ডারদের কাছে মাল্টিব্যাগার রিটার্ন তৈরি করে চলেছে কোম্পানি। ২১ অক্টোবর ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করার সময় কোম্পানি ঘোষণা করেছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডাররা প্রতিটি রিলায়েন্স শেয়ারের জন্য জিও ফিনান্সিয়াল সার্ভিসের একটি শেয়ার পাবে। স্টক মার্কেটে মার্কেট ক্যাপের দিক থেকে দেশের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্সের মার্কেট ক্যাপ 16.52 লক্ষ কোটি টাকা।
JP Morgan একটি নোটে বলেছে, Jio Financial Services এর ডিমার্জার একটি ইতিবাচক পদক্ষেপ। ডিজিটাল ও রিটেল সেক্টরে রিলায়েন্সের শক্তি জিও ফিনান্সিয়াল সার্ভিসকে দারুণভাবে উপকৃত করবে। আগামী দিনে Jio Financial Services ডিজিটাল ঋণ পরিষেবার ভিত্তিতে একটি নেতৃস্থানীয় আর্থিক প্রযুক্তি কোম্পানি হয়ে উঠবে। কোম্পানি আগামী দিনে উপভোক্তা ঋণ প্রদানের পণ্যগুলির সঙ্গে বিমা, স্টক ব্রোকিং পরিষেবাগুলিতেও নিজেদের ব্যবসা প্রসারিত করবে।
ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড ডিমার্জার অনুমোদন করেছে। কোম্পানির আর্থিক পরিষেবা সংস্থা রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেড (আরএসআইএল) এর বিচ্ছিন্ন হওয়ার পরে কোম্পানিটি নতুন নাম জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সহ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। বর্তমানে RSIL হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী ও একটি নন ডিপোজিট NBFC (নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি)৷
মঙ্গলবারের ট্রেডিং সেশনে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টক 1.54 শতাংশ কমে 2441 টাকায় বন্ধ হয়েছে। অনেক ব্রোকারেজ হাউস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টকের উপর অত্যন্ত বুলিশ। তাই বৃহস্পতিবারের দিকে তাকিয়ে থাকবে বাজার। শোনা যাচ্ছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে কালও পড়তে পারে অনেক সেক্টর। যার মধ্য়ে রঙ ছাড়াও কেমিক্যালের স্টকে পতন হতে পারে। কদিন থেকেই মেটাল স্টকে বৃদ্ধি দেখা গিয়েছে। তবে খুব একটা বাড়ছে না ন্যাশনাল অ্যালুমুনিয়াম, হিন্দুস্তান কপারের মতো স্টকগুলি। পিছিয়ে পড়েছে স্টিল স্টকগুলিও। তবে কাল সবার নজর থাকতে পারে নিফটির দিকে। কারণ ত্রৈমাসিক ফল বেরনোর পর বাজার কি প্রতিক্রিয়া দেয় এখন সেটাই দেখার।
আরও পড়ুন : Legal News: হঠাৎ মৃত্যু প্রিয়জনের! যে ভাবে পাবেন সঞ্চয়ের সন্ধান