Jio Financial Services: সম্প্রতি জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থার ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ্যে এসেছে। সেই ফলাফলে দেখা গিয়েছে, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services Share) সংস্থা জানুয়ারি ২০২৪ থেকে মার্চ ২০২৪-এর ত্রৈমাসিকে ৩১১ কোটি টাকা মুনাফা করেছে। আর গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সংস্থার (Multibagger Share) মুনাফা হয়েছিল ২৯৪ কোটি টাকা।
কত মুনাফা হয়েছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের
স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services Share) সংস্থা জানিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার আয় ছিল ৪১৮ কোটি টাকা। তৃতীয় ত্রৈমাসিকের থেকে এই আয় রেভিনিউ ০.৯ শতাংশ বেশি। আর এই ত্রৈমাসিকেই সংস্থার নিট মুনাফা হয়েছে ২৮০ কোটি টাকা। সমগ্র ২০২৩-২৪ অর্থবর্ষের হিসেব করলে দেখা যাবে যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের লাভ হয়েছে ১৬০৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে এই মুনাফার অঙ্ক ছিল ৩১ কোটি টাকা। তৃতীয় ত্রৈমাসিকে যেখানে সংস্থার খরচ হয়েছিল ৮৯ কোটি টাকা, সেখানে শেষ ত্রৈমাসিকে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস (Jio Financial Services Share) খরচ করেছে ১০৩ কোটি টাকা।
নতুন চুক্তি করেছে এই সংস্থা
এই মাসেই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস জানিয়েছে যে, আন্তর্জাতিক সংস্থা ব্ল্যাকরকের সঙ্গে যৌথভাবে তাঁরা ব্রোকারেজ ব্যবসা ও ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসায় পা রাখবে। ইতিমধ্যেই এই দুই সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। এক্ষেত্রে দুটি সংস্থারই ৫০-৫০ শতাংশ অংশীদারিত্ব থাকবে। এর আগে জানা গিয়েছিল যে ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবসায় ব্ল্যাকরক এবং জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থা একত্রে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
শেয়ারের দামে কেমন উত্থান
১৯ এপ্রিল শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের (Jio Financial Services Share) স্টকের দাম ২.১৯ শতাংশ কমে ৩৭০.১০ টাকায় বন্ধ হয়েছে। ২০২৪ সালের শুরু থেকে ধরলে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৬০ শতাংশ এবং বিগত ৬ মাসের হিসেবে জিও ফিনের স্টকের দাম ৭৩ শতাংশ বেড়ে গিয়েছে। ২০২৩ সালের ২১ অগস্ট বাজারে তালিকাভুক্ত হয়েছিল জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের স্টক।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Canara Bank: আরও সস্তায় পাবেন স্টক, শেয়ারহোল্ডারদের জন্য সুখবর আনল এই ব্যাঙ্ক