Jio Recharge Plan: রিলায়েন্স জিওর (Reliance Jio) নতুন ৭৫০ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) লঞ্চ হয়েছে। এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন। ইউজাররা মাই জিও অ্যাপের (My Jio App) মাধ্যমে এই রিচার্জ প্ল্যান ব্যবহারের অর্থাৎ রিচার্জ করার সুযোগ পাবেন। প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে জিওর এই রিচার্জ প্ল্যানে। অর্থাৎ ৯০ দিন বা তিনমাসের মেয়াদের এই প্ল্যানে মোট ১৮০ জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন এই প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও। ডেটা ছাড়াও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন ইউজাররা। জিও থেকে যেকোনও নেটওয়ার্কে কলের ক্ষেত্রেই এই পরিষেবা বজায় থাকবে। এছাড়াও জিওর এই ৭৫০ টাকার প্ল্যানে থাকছে প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা। সেই সঙ্গে সমস্ত জিও অ্যাপ যেমন- জিও সাভন, জিও সিনেমা ও অন্যান্য অ্যাপের অ্যাকসেস পাবেন ইউজাররা। যাঁরা সারাদিন ইন্টারনেটে কাজ করেন বা নেট সার্ফিং করা যাঁদের অভ্যাস তাঁদের জন্য জিওর এই নতুন রিচার্জ প্ল্যান অনেক সুবিধা এনেছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিওর অন্যান্য অফার
রিলায়েন্স জিওর ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রায় ৩০০০ টাকা পর্যন্ত বেনিফিট বা সুবিধা পাবেন ইউজাররা। এই অফারের মধ্যে ৭৫ জিবি হাই স্পিডের ডেটা দেবে জিও। এছাড়াও থাকছে ৭৫০ টাকার Ixigo Coupon অফার। ৪৫০০ টাকার উপর এই পরিমাণ ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি Netmeds Coupoun- এর ক্ষেত্রে সর্বনিম্ন ৭৫০ টাকা ছাড় অন্তত পাওয়া যাবে। এছাড়াও থাকছে Ajio Coupoun- এ অফার। সেখানে ২৯৯০ টাকা তার বেশি পরিমাণ টাকার কেনাকাটার উপর ৭৫০ টাকা ছাড় থাকবে।
দৈনিক ২ জিবি ডেটার সুবিধায় রিলায়েন্স জিওর অন্যান্য প্রিপেড রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর এমন অনেক প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। ২৪৮ টাকা, ২৯৯ টাকা, ৫৩৩ টাকা, ৭১৯ টাকা, ১০৬৬ টাকা এবং ২৮৭৯ টাকার রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও এই প্রিপেড রিচার্জ প্ল্যানগুলিতে রয়েছে আরও অনেক ধরনের সুবিধা।
জিও ফোন ৫জি
শোনা যাচ্ছে, ভারতে খুব তাড়াতাড়ি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি সংস্থা। এই ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে বলেও শোনা গিয়েছে। যদিও জিও কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু ঘোষণা করেনি।
আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে জিও ফোন ৫জি, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন