Mobile Recharge : প্রতিযোগী টেলিকম কোম্পানির (Telecom Company) চিন্তা বাড়িয়ে দিল জিও। সাশ্রয়ী প্ল্যানের জায়াগায় নিয়ে এসেছে এই নতুন রিচার্জ (Recharge Plan)। জেনে নিন, কী রয়েছে নতুন এই প্ল্যানে। আপনি পাবেন কী সুবিধা। 

কত টাকার প্ল্যান এনেছে জিওভারতীয় টেলিকম বাজারে সাশ্রয়ী মূল্যের প্ল্যানের চাহিদা সবসময়ই থাকে। এই কথা মাথায় রেখে, রিলায়েন্স জিও সম্প্রতি তাদের নতুন ১৮৯ টাকার প্রিপেইড প্ল্যান চালু করেছে, যা কম দামে আনলিমিটেড কলিং ও ডেটার মতো অনেক সুবিধা দেয়। এই প্ল্যানটি সরাসরি এয়ারটেল ও ভোডাফোনের ২০০ টাকারও কম দামের প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

জিওর ১৮৯ টাকার প্ল্যানরিলায়েন্স জিও ওয়েবসাইট অনুসারে, এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ। এতে ব্যবহারকারীরা ভারতজুড়ে আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিং ও ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এর পাশাপাশি, এতে ৩০০টি বিনামূল্যে এসএমএসের সুবিধাও রয়েছে। বিনোদন ও ডিজিটাল পরিষেবার জন্য এই প্ল্যানে জিও টিভি ও জিও এআই ক্লাউডের অ্যাক্সেসও দেওয়া হয়েছে। এটি বিশেষভাবে সেই ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা কম দামে তাদের সিম সক্রিয় রাখতে চান।

এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানএয়ারটেলের প্রতিযোগী প্ল্যানের দাম ১৯৯ টাকা ও এটি ২৮ দিনের জন্য বৈধ। এটি আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশনাল রোমিং, 2GB ডেটা এবং 300 SMS অফার করে। এই প্ল্যানটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা তাদের নম্বরটি সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন ও খুব কম ডেটা দিয়ে কল করার প্রয়োজন হয়। এয়ারটেল এই প্ল্যানের সঙ্গে Perplexity AI মেম্বারশিপ অফার করে, যার দাম 17,500 টাকা ।

এয়ারটেলের 195 টাকার প্ল্যানসম্প্রতি, এয়ারটেল 195 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যানও চালু করেছে যার মেয়াদ 90 দিন। এটি মোট 15GB ডেটা অফার করে এবং Disney+ Hotstar মোবাইলের 90 দিনের সাবস্ক্রিপশনও অফার করে যার দাম 149 টাকা। এই সব অফার 5G নয়, 4G ডেটার উপর ভিত্তি করে এনেছে কোম্পানি। এই প্ল্যানটি এয়ারটেলের ওয়েবসাইট বা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে সহজেই কেনা যাবে।

(মনে রাখবেন, এই ধরনের মোবাইল রিচার্জ প্ল্যান নেওয়ার আগে আপডেটেড তথ্য় জেনে তবেই নেবেন। প্রয়োজন পড়লে স্টোরে গিয়ে জানুন, অথবা কাস্টমার কেয়ারের কাছে ফোন করে নতুন প্ল্যান সম্পর্কে জেনে নিন। )