৩৯৯ টাকার প্রি-পেড প্ল্যানে কে সেরা ? পড়ুন ও বিচার করুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2020 02:57 PM (IST)
এখানে বলা হবে দেশের তিন সবচেয়ে বল মোবাইল সংস্থা ভোডাফোন, এয়ারটেল ও জিও-র প্ল্যান সম্বন্ধে।
NEXT
PREV
নয়াদিল্লি: গ্রাহকদের সবেচেয়ে বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে টেলিকম সংস্থাগুলি হামেশাই নিত্যনতুন প্রি-পেড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এখানে ৩৯৯ টাকার সবচেয়ে ভাল প্রি-পেড সম্বন্ধে বলা হবে যাতে আপনি লাভবান হতে পারেন। এখানে বলা হবে দেশের তিন সবচেয়ে বল মোবাইল সংস্থা ভোডাফোন, এয়ারটেল ও জিও-র প্ল্যান সম্বন্ধে।
এয়ারটেল-এর ৩৯৯ টাকার সেরা প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাচ্ছে। এছাড়া, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। এই প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের। এর পাশাপাশি, এই প্যাকের সঙ্গে এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিকের মতো প্রিমিয়াম অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।
জিও-র ৩৯৯ টাকার সেরা প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাচ্ছে। এই প্যাকে, জিও থেকে জিও আনলিমিটেড। এছাড়া, নন-জিও নেটওয়ার্কে কল করার জন্য ২ হাজার মিনিট পাওয়া যায়। এই প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের। এর পাশাপাশি, এই প্যাকের সঙ্গে জিও-র প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করার সুবিধা পাওয়া যায়।
ভোডাফোন-এর ৩৯৯ টাকার সেরা প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাচ্ছে। এছাড়া, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। পাশাপাশি, দৈনিক ১০০টি এসএমএস করার সুবিধাও রয়েছে। এই প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের। এর পাশাপাশি, এই প্যাকের সঙ্গে ভোডাফোন প্লে এবং জি৫-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।
নয়াদিল্লি: গ্রাহকদের সবেচেয়ে বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে টেলিকম সংস্থাগুলি হামেশাই নিত্যনতুন প্রি-পেড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এখানে ৩৯৯ টাকার সবচেয়ে ভাল প্রি-পেড সম্বন্ধে বলা হবে যাতে আপনি লাভবান হতে পারেন। এখানে বলা হবে দেশের তিন সবচেয়ে বল মোবাইল সংস্থা ভোডাফোন, এয়ারটেল ও জিও-র প্ল্যান সম্বন্ধে।
এয়ারটেল-এর ৩৯৯ টাকার সেরা প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাচ্ছে। এছাড়া, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। এই প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের। এর পাশাপাশি, এই প্যাকের সঙ্গে এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিকের মতো প্রিমিয়াম অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।
জিও-র ৩৯৯ টাকার সেরা প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাচ্ছে। এই প্যাকে, জিও থেকে জিও আনলিমিটেড। এছাড়া, নন-জিও নেটওয়ার্কে কল করার জন্য ২ হাজার মিনিট পাওয়া যায়। এই প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের। এর পাশাপাশি, এই প্যাকের সঙ্গে জিও-র প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করার সুবিধা পাওয়া যায়।
ভোডাফোন-এর ৩৯৯ টাকার সেরা প্রি-পেড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট ডাটা পাওয়া যাচ্ছে। এছাড়া, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। পাশাপাশি, দৈনিক ১০০টি এসএমএস করার সুবিধাও রয়েছে। এই প্যাকের ভ্যালিডিটি ৫৬ দিনের। এর পাশাপাশি, এই প্যাকের সঙ্গে ভোডাফোন প্লে এবং জি৫-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -