IT Sector Jobs: ভারতের আইটি নিয়োগ সেক্টরের সমৃদ্ধি এই বছর আরও ৭-১০ শতাংশ বাড়তে চলেছে। ২০২৫ সালের প্রথমার্ধেই এই বৃদ্ধি লক্ষ্য করা যাবে এবং এর মাধ্যমে এই বছরের মধ্যেই ৪-৪.৫ লক্ষ কর্মসংস্থান হবে দেশের আইটি সেক্টরে, গতকাল শুক্রবার (Jobs in India) এমনটাই জানিয়েছেন এক ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ। ভারতের আইটি সেক্টর ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এসে উপনীত হয়েছে। আর এই ত্রৈমাসিকে গড়ে এই সেক্টরের (IT Sector Jobs) রাজস্ব বৃদ্ধির হার রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে ১-৩ শতাংশ। এই বৃদ্ধির হার মূলত সম্প্রসারণ ও পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকারের একটি চক্র নির্দেশ করে।
ফার্স্ট মেরিডিয়ান বিজনেস সার্ভিসেস সংস্থার সিইও এবং আইটি স্টাফিং সুনীল নেহরা জানিয়েছেন, 'এই বৃদ্ধির হার দেখে এটা প্রমাণ হয় যে সংস্থাগুলি বৈশ্বিক প্রযুক্তি বিনিয়োগের দিকে লক্ষ্যমাত্রা নিয়েই সেই লক্ষ্যপূরণের দিকে ধাবিত হচ্ছে, তবে ডিজিটাল রূপান্তরের চাহিদা এখনও বেড়ে চলেছে ক্রমান্বয়ে'। এআই, ক্লাউড কম্পিউটিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, অটোমেশন ইত্যাদি এই সেক্টরগুলি স্থিতিশীল রয়েছে, আর এর অর্থ হল উন্নয়নশীল প্রযুক্তির প্রতি দীর্ঘমেয়াদি ভরসা রয়েছে বাজারে। নতুন যুগের এই ধরনের প্রযুক্তিগুলির স্থিতিশীল চাহিদার কারণেই প্রভাবিত হয়েছে আইটি সেক্টরে নিয়োগের মাত্রাও।
সুনীল নেহরা জানান, 'ভারতের বিভিন্ন অঞ্চলে নিয়োগ ক্রমেই (Jobs in India) অনেকখানি বেড়ে যাবে আগামী দিনে। ২০২৬ সালেও ফ্রেশার নিয়োগের যে মনোভাব তা ইতিবাচক থাকবে। আর এই কারণে এন্ট্রি-লেভেল পদের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বাজারে।
বিশ্বের নানাবিধ অনিশ্চয়তার মধ্যেও ২০২৫ সালটি (Jobs in India) অনেক শীর্ষস্থানীয় আইটি সংস্থার ক্ষেত্রে রিকভারি পর্যায় হিসেবে পরিচিত হয়েছে। ২০২৪-এ যে ঐতিহাসিক হারে ছাঁটাই হয়েছিল, সেই তুলনায় এই বছর এখনও পর্যন্ত অনেক নিয়োগ হয়েছে। এনএলবি সার্ভিস সংস্থার সিইও সচিন অলাগের মতে, কর্মীদের সংস্থা ছেড়ে চলে যাওয়ার হার ১৩-১৫ শতাংশেও নেমে এসেছে যা অনেকটাই স্থিতিশীল। আর এই কারণে আইটি সেক্টরের ট্যালেন্ট ল্যান্ডস্কেপ অনেক বেশি নিয়ন্ত্রিত ভারসাম্যযুক্ত এবং একইসঙ্গে রূপান্তরশীল রয়েছে। তিনি বলেন যে ইতিমধ্যে অনেক সংস্থাই ঘোষণা করেছে যে ২০২৬ সালে ১০ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে যা কিনা দীর্ঘমেয়াদে ভরসা ও আত্মবিশ্বাস জোগায়। এআই, জেনারেটিভ এআই, ক্লাউড মডারেশন, সাইবার সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ছে দেশে।