Karachi Stock Exchange: এক সপ্তাহ আগেই কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলা হয়েছিল। গত মঙ্গলবার ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের (KSE 100) হামলার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। এই হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জন নিরীহ পর্যটকের। এই হামলার প্রেক্ষিতে (Pahalgam Attack) পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার আর তার জেরেই পাকিস্তানের শেয়ার বাজারে (Karachi Stock Exchange) বড় ধস।
দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে নিষেধাজ্ঞা, সিন্ধু জলচুক্তি স্থগিত করার ফলে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই করাচি স্টক এক্সচেঞ্জের সূচক KSE100 ১৪০৫ পয়েন্ট অর্থাৎ এক লাফে ১.২২ শতাংশ কমে ১,১৪,০৬৩.৯০-তে বন্ধ হয়েছে।
ভারতের সিদ্ধান্তে কেঁপে উঠল পাকিস্তানের শেয়ার বাজার
সোমবার পতন এসেছিল বাজারে আর আজ মঙ্গলবারেও পাকিস্তানের শেয়ার বাজারে বড় ধস। করাচি স্টক এক্সচেঞ্জের সূচক এক লাফে ১১০০ পয়েন্ট পড়ে গিয়েছে। সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প বাতিল, পাকিস্তানের সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, পাকিস্তানে ভারতের কূটনৈতিক কর্মীদের সংখ্যা হ্রাস, আটারি সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তে কেঁপে উঠেছে পাকিস্তানের শেয়ার বাজার।
এর আগে ২৪ এপ্রিল করাচি স্টক এক্সচেঞ্জের সূচক কেএসই ১০০ ট্রেডিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই ২৪৮৫ পয়েন্ট কমে আসে। পরে কিছুটা রিকভারি আসলেও আরও ২২০৬ পয়েন্ট কমে গিয়ে ১,১৫,০১৯.৮১ পয়েন্টে এসে থামে। আজও দুপুর ১টা ৪০ মিনিটে করাচি স্টক এক্সচেঞ্জ ১০০ পয়েন্ট কমে ১,১৪,০০৭-এর স্তরে নেমে আসে।
পহেলগাঁও হামলার পরে ৭০ হাজার কোটির ক্ষতি পাকিস্তানের বাজারে
২২ এপ্রিলের পরে করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ৫৪৯৪ পয়েন্ট কমে গিয়েছে অর্থাৎ এই সূচকে ৪.৬৩ শতাংশের পতন এসেছে। করাচি স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৫২.৮৪ বিলিয়ন ডলার থাকলেও তা ২৯ এপ্রিল ১০০ পয়েন্ট কমে হয়েছে ৫০.৩৯ বিলিয়ন ডলার। অর্থাৎ পাকিস্তানের বাজারে মাত্র কয়েক দিনের মধ্যেই ২.৪৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তানের বাজার মূলধনে ৭০ হাজার কোটির লোকসান এসেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)