নয়াদিল্লি: ব্যবসার জগতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী হিসেবেও বার বার খবরের শিরোনামে উঠে আসেন সঞ্জয় কপূর। আচমকা তাঁর মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সকলেই। মাস দেড়েক কাটতে না কাটতেই সঞ্জয়ের রেখে যাওয়া সাম্রাজ্য ঘিরে পারিবারিক টানাপোড়েন শুরু হয়ে গেল। সঞ্জয়ের মৃত্যুতে তাঁর সংস্থা Sonan Comstar-এর মথায় এখন তৃতীয় পক্ষের স্ত্রী প্রিয়া সচদেব কপূর, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন সঞ্জয়ের মা রানি কপূর। এমনকি অ্যালার্জি বা হৃদরোগে ছেলের মৃত্য়ু নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। (Karisma Kapoor)

Sona Comstar-এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় গত ১২ জুন হঠাৎই মারা যান। লন্ডনে পোলো খেলার সময় তাঁর গলায় একটি মৌমাছি ঢুকে যায়, তা থেকে অ্যালার্জির জেরে হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। কিন্তু ছেলের মৃত্যুর মাস দেড়েক পর সেই নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সঞ্জয়ের মা রানি। তাঁর দাবি, যে পরিস্থিতিতে মারা গিয়েছেন সঞ্জয়, তা রীতিমতো ‘সন্দেহজনক’, ‘অপ্রত্যাশিত’। সেই নিয়ে সম্পূর্ণ তথ্যও তাঁকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন রানি। (Sunjay Kapur)

ছেলের মৃত্যুর দেড় মাস পর রানির এই অভিযোগ সাড়া ফেলে দিয়েছে ব্যবসা জগতে। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? জানা যাচ্ছে, সঞ্জয়ের মৃত্যুর পর ৩১০০০ কোটি টাকার Sona Comstar-এর দায়িত্ব তাঁর দুই বোন সুপর্ণা মোতওয়ানে এবং মন্দিরার হাতে উঠতে পারে বলে খবর সামনে এসেছিল। কিন্তু দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য মেটার পর পরই তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী প্রিয়া সংস্থার নন এগজিকিউটিভ ডিরেক্টরর নিযুক্ত হন। দায়িত্ব পেয়ে প্রিয়া সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয়ও বদলে ফেলেন। সঞ্জয়ের সঙ্গে নিজের একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করেন। নিজেকে মা, ব্যবসায়ী এবং Sona Comstar-এর নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে উল্লেখ করেন। সঞ্জয়ের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করছেন, সঞ্জয়ের স্বপ্নপূরণের চেষ্টা করছেন বলে জানান প্রিয়া। 

কিন্তু Sona Comstar-এর নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে প্রিয়ার নিযুক্তিতে শুক্রবার আপত্তি তোলেন রানি। নিজেকে সংস্থার ‘মেজরিটি শেয়ার হোল্ডার’ বলে দাবি করে  অ্যানুয়াল জেনারেল মিটিং স্থগিত রাখার দাবি তোলেন। প্রিয়ার নাম পর্যন্ত উল্লেখ না করে জানান, তাঁদের পরিবারের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন যিনি, তাঁর নিযুক্তিতে আপত্তি রয়েছে তাঁর। শুধু তাই নয়, চিঠিতে রানি জানান, ছেলের মৃত্যুতে তিনি যখন শোকগ্রস্ত, সেই সময় শত্রুরা’ তাঁর পরিবারের উত্তরাধিকার জবরদখল করছে। কপূর  পরিবারের প্রতিনিধি হিসেবে সংস্থার ডিরেক্টর পদে একজনের নিযুক্তির কথা জানতে পেরেছেন তিনি। কিন্তু এ ব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি। রানি লেখেন, ‘আমি এতে সম্মতি দিইনি। সংস্থার বোর্ডে কাউকে মনোনীত করিনি আমি। কাউকে আমার হয়ে প্রতিনিধিত্ব করার অনুমতি দিইনি’।

যে বেআইনি কার্যক্রম চলছে, তাতে তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন রানি। তাঁর দাবি, বন্ধ দরজার পিছনে জোর করে তাঁকে দিয়ে কিছু কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। কিন্তু Sona Comstar-এর দাবি, ২০১৯ সাল থেকে সংস্থার শেয়ার হোল্ডার নন রানি। সেক্ষেত্রে সঞ্জয়ের অবর্তমানে তাঁর স্ত্রী প্রিয়াকে নন এগজিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। সংস্থার নয়া চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জেফ্রি মার্ক। কিন্তু এই গোটা প্রক্রিয়াই বেআইনি বলে দাবি করছেন রানি। আর তাতেই কপূর পরিবারের টানাপোড়েন খবরের শিরোনামে উঠে এসেছে। 

তবে এই টানাপোড়েন থেকে নিজেকে দূরে রেখেছেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী করিশ্মা। সঞ্জয়ের শেষকৃত্যে তাঁকে একেবারে অগ্রভাগে দেখা গেলেও, ব্যবসায়িক টানাপোড়েনে কোথাও নাম নেই তাঁর। সঞ্জয়ের সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে। সন্তানদেরও এই টানাপোড়েন থেকে দূরে রেখেছেন করিশ্মা।