Kia Carens bookings: লঞ্চের আগেই শুরু হয়ে গেল রেকর্ডের পালা। প্রথম দিনের বুকিংয়েই ধামাকা করল কিয়া ক্যারেন্স(Kia Carens)। ২৫ হাজার টাকায় এই গাড়ি বুক করতে পারবেন আপনি। শীঘ্রই দেশের বাজারে লঞ্চ হতে চলেছে কিয়ার এই এমপিভি (Kia Carens MPV)।


Kia Carens MPV: কটা ভ্যারিয়েন্ট রয়েছে গাড়ির ?
কোম্পানির নতুন এই এমপিভিতে রয়েছে পাঁচটি ভ্যারিয়েন্ট। যার মধ্যে পাবেন প্রিমিয়াম, প্রেস্টিজ, প্রেস্টিজ প্লাস, লাক্সারি, লাক্সারি প্লাস ভ্যারিয়েন্ট। গাড়ি দেখলেই বুঝতে পারবেন, প্রতিটি মডেলেই ঠাসা রয়েছে ফিচার।সবথেকে বড় বিষয় প্রতিটি ভ্যারিয়েন্টেই স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ।


Kia Carens Feature: Carens-এর সামগ্রিক বৈশিষ্ট্যের তালিকায় Kia Connect প্রযক্তি রয়েছে। যার মাধ্যমে পাওয়া যাবে ৬৬টি কার ফিচার। গাড়িতে দেওয়া হয়েছে 10.25" এইচডি টাচস্ক্রিননেভিগেশন, 8 স্পিকার BOSE অডিও সিস্টেম, স্মার্ট পিওর এয়ার পিউরিফায়ার সহ ভাইরাস ও ব্যাকটেরিয়া সুরক্ষার ব্যবস্থা। সামনের আসনে ছাড়াও ২য় সারির আসনে পাবেন ভেন্টিলে়টেড সিট।"ওয়ান টাচ ইজি ইলেকট্রিক টাম্বল" ছাড়াও সানরুফ দেওয়া হয়েছে গাড়িতে।


Kia Carens Engine: গাড়িতে ইঞ্জিন ও গিয়ারবক্সে তিনটি অপশন পাওয়া যাবে। ক্যারেন্সে রয়েছে Smartstream 1.5 পেট্রোল, Smartstream 1.4 T-GDi পেট্রল ছাড়াও 1.5 CRDi VGTডিজেল। এই তিনটি ইঞ্জিনে 6MT, 7DCT ও 6AT ট্রান্সমিশন গিয়ারবক্স রয়েছে। টার্বো পেট্রলের ক্ষেত্রে একটি DCT অপশন দেওয়া হয়েছে। সেখানে টর্ক কনভার্টার অটোমেটিক পাওয়া 
যাবে ডিজেল মডেলে।


Kia Carens MPV: ক্যারেন্সে দেওয়া হয়েছে এই সেগমেন্টের সবথেকে বড় হুইল বেস। ফলে কেবিনের জায়গা প্রতিযোগী গাড়িগুলির থেকে বড় হওয়াটাই স্বাভাবিক। গাড়িতে ৬ ছাড়া ৭ আসনের অপশন থাকবে। কিয়ার এই মডেলের সঙ্গে প্রতিযোগিতা হবে টয়োটা ইনোভা ক্রিস্টা, হুন্ডাই আলকাজারের সঙ্গে।