Kia Carens vs Hyundai Alcazar vs Maruti XL6: দেশে ফ্যামিলি কারে বেড়েই চলেছে 'থ্রি রো' গাড়ির সংখ্যা। মারুতির পরে 'বিগ প্লেয়ারস'রাও এবার MPV সেগমেন্টে নামছে। আগেই এই গাড়ির সেগমেন্টে সাফল্য পেয়েছে Maruti XL6।  ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স-সহ সাশ্রয়ী MPV-এর শূন্যস্থান পূরণ করেছে এই ফ্যামিলি কার৷ সেই পথেই প্রিমিয়াম MPV হিসাবে Alcazar এনেছে Hyundai। আগামী বছর আসছে Kia Carens। যা SUV ও MPV-র মিশেল বলতে পারেন। Hyundai Alcazar ও Maruti XL6-এর সঙ্গে হবে এই Kia Carens-এর প্রতিযোগিতা। 


Kia Carens vs Hyundai Alcazar vs Maruti XL6: দেখতে কেমন তিন গাড়ি ?


Carens দেখতে অনেকটা SUV ও MPV ক্রসওভারের মতো। এর প্লাস পয়েন্ট গাড়ির দৈর্ঘ্য ও প্রিমিয়াম লুক। Kia এখনও বাজারে  ক্যারেন্স লঞ্চ করেনি। তবে লুক দেখে মনে হয়েছে এটি XL6 এর চেয়ে বড়। তবে Alcazar-এর থেকে খুব একটা বড় হবে না। Carens-এ 16 ইঞ্চি চাকা দেওয়া হয়েছে। ফলে এর মধ্যে পুরোপুরি এসইউভি লুক পাওয়া যাবে না। কারণ এসইউভির ক্ষেত্রে চাকা কমপক্ষে ১৭-১৮ ইঞ্চি হয়ে থাকে। Carens-এর ডিজাইন বাকিদের তুলনায় অনেকটাই 'ফিউচারিসটিক'। XL6 সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। এটি Ertiga-র মতো নয়। তবে ছোট 15 ইঞ্চি চাকার কারণে XL6 এর ডিজাইন দেখে বেশি MPV মনে হয়।




Kia Carens vs Hyundai Alcazar vs Maruti XL6: গাড়ির কেবিন কেমন ?
XL6-এ ব্ল্যাক লেদার সিট থাকা সত্ত্বেও অন্য দুটির তুলনায় অনেক ফিচার কম রয়েছে। তবে XL6 এখন দেওয়া হয়েছে কানেকটেড কার টেকনোলজি। এতে পাবেন ক্রুজ নিয়ন্ত্রণ, টাচস্ক্রিন ও আরও অনেক ফিচার। কিন্তু ক্যারেন্স বা অলকাজারে দ্বিতীয় সারির আসনের মধ্যেই যে অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তা নেই Maruti XL6-এ। Carens ও Alcazar হয় 6 বা 7 আসনের ভ্যারিয়েন্টের সঙ্গে পাওয়া যায়। সেখানে XL6 একটি 6-সিটার হিসাবেই আসে। Ertiga-তে পাবেন বেঞ্চ সিট। Carens ও Alcazar-এ জয়েন্ট কাপহোল্ডার ও সানশেড-সহ পিছনে একটি টেবিল দেওয়া হয়েছে। Carens ও Alcazar এ দুই গাড়িতেই রয়েছে 6টি airbags। 




Kia Carens vs Hyundai Alcazar vs Maruti XL6: ইঞ্জিন কেমন গাড়ির ?


XL6-এ 105bhp সহ 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন স্ট্যান্ডার্ড আসে। সেখানে Carens-এ 1.5 লিটার পেট্রল ইঞ্জিন বা 142bhp-র 1.4 লিটার টার্বো পেট্রল ইঞ্জিনে আসতে পারে। Alcazar 160 bhp-সহ 2.0l পেট্রলের সঙ্গে পাওয়া যায়। XL6-এ পাবেন 5-স্পিড ম্যানুয়াল বা একটি 4-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। Carens-এ 1.5 লিটারে ম্যানুয়াল ইঞ্জিন ও প্যাডেল শিফটার সহ 1.4 লিটারে টার্বো DCT অটোমেটিক-সহ আসবে। অলকাজার পাওয়া যায় 6-স্পিড ম্যানুয়াল বা 6-স্পিড অটোমেটিক পেট্রল ভার্সনে। যাতে প্যাডেল শিফটারসও রয়েছে। Carens ও Alcazar-এ 115bhp/250Nm এর সাথে 1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। সেই জায়গায় XL6-এ কোনও ডিজেল ইঞ্জিন নেই।




Kia Carens vs Hyundai Alcazar vs Maruti XL6: তিন গাড়ির দাম


XL6 এখানে সবচেয়ে সাশ্রয়ী গাড়ি। দাম 10 লক্ষ টাকা থেকে শুরু। টপ ভ্যারিয়েন্টের দাম 11.9 লক্ষ টাকা। Alcazar অনেক বেশি প্রিমিয়াম হওয়ায় এর দাম 16.30 লক্ষ টাকা থেকে শুরু। টপ ভ্যারিয়েন্ট 20.4 লক্ষ টাকা পর্যন্ত চলে যায়৷ আমরা আশা করি দামে XL6 ও Alcazar-এর মাঝের দূরত্ব ঘোচাবে Kia Carens।