Kia Carens RV revealed: দেশের ক্রসওভার এমপিভি গাড়ির বাজার ধরতে এবার 'থ্রি রো এমপিভি' ডিজাইনের গাড়ি আনল কিয়া (Kia India) ইন্ডিয়া। ভারতের বাজারে এল কিয়া ক্যারেন্স আরভি (Kia Carens RV)।


Kia Carens RV design: সামনে কেমন দেখতে গাড়ি ?
কিয়া সেলটসের (Kia Seltos) প্লাটফর্মে তৈরি হলেও ডিজাইন ল্যাঙ্গোয়েজ আলাদা ক্যারেন্সের। কোম্পানি থ্রি রো এমপিভি দাবি করলেও আদতে ক্রসওভার এসইউভি (crossover/SUV)লুক দেওয়া হয়েছে গাড়িতে। কিয়া কার্নিভালের (Kia Carnival) নিচের সেগমেন্টে এই ক্যারেন্স গাড়ি আনল কোম্পানি।ভারতের বাজার ধরতে এই নিয়ে চারটে প্রোডাক্ট লঞ্চ করল কিয়া। গাড়ির সামনের গ্রিল দুটো ভাগে ভাগ করা হয়েছে। 




Kia Carens RV design:কীরকম দেখতে টেইল ল্যাম্প ?
হেডল্যাম্পের ক্ষেত্রেও রয়েছে অভিনবত্ব। বড় হেডল্যাম্পের পাশাপাশি রয়েছে স্লিম এলইডি ও ডিআরএলস-এর ঝকঝকে ডিজাইন। পিছনের দিকেও লুকে খামতি রাখেনি কিয়া। টেইল ল্যাম্পের ক্ষেত্রে রানিং বার লাইট ব্যবহার করেছে কোম্পানি।'থ্রি রো কার' হওয়ায় বাড়িয়ে দেওয়া হয়েছে গ্লাস এরিয়া।ফলে থার্ড রো-এ বসা যাত্রীর দমবন্ধ করা পরিবেশ পাবেন না।


Kia Carens RV: কেবিন স্পেস ও ইন্টিরিয়র
কাঁচের জায়গা বড় হওয়ায় এমনিতেই ভিতরে কেবিন স্পেস বড় দেখাচ্ছে। ৬ অথবা ৭ আসনের গাড়ি হবে এই ক্রসওভার এমপিভি-এসইউভি। ৬ আসনের গাড়ি হলে তাতে ক্যাপ্টেন সিটের লে-আউট থাকবে। ইনফোটেইনমেন্টের ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকে কিয়া। এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।এ ছাড়াও গাড়িতে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। গাড়ির কেবিনে পাবেন ডুয়েল-টোন কালার ডিজাইন। 


Kia Carens RV: কী থাকছে নতুন ফিচার ?
সেলটসের (Kia Seltos) মতোই গাড়িতে সানরুফ, এয়ার পিউরিফায়ার, কানেকটেড টেক, অ্যাম্বিয়েন্ট লাইটিং, বিশেষ কাপ হোল্ডারস, রেয়ার টেবিল দিয়েছে কোম্পানি। অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ে থাকছে একাধিক অপশন।




Kia Carens RV engine: কী ইঞ্জিন থাকছে গাড়িতে ?
কিয়া ক্যারেন্সে থাকছে ১.৪ লিটার টার্বো পেট্রল মোটর। সঙ্গে পাবেন ডিসিটি অটোম্যাটিক গিয়ারবক্স। তবে এবার ডিজেল ইঞ্জিনের সুবিধা দিচ্ছে কিয়া। ক্যারেন্স আরভি-তে পাওয়া যাবে ১.৫ লিটার পেট্রল ও ডিজেল ম্যানুয়াল ও অটোম্যাটিক অপশন। পেট্রল ইঞ্জিনে থাকতে পারে ৬স্পিড ম্যানুয়াল অথাবা সিভিটি অটোম্যাটিক গিয়ারবক্স। সেখানে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে ম্যানুয়াল অথবা টর্ক কনভার্টার অটোম্যাটিক। সারা বিশ্বে গাড়ির প্রথম ছবি প্রকাশ্যে এলেও আগামী বছরের শুরুতেই লঞ্চ হবে কিয়া ক্যারেন্স আরভি (Kia Carens 
RV) ।  
আরও পড়ুন : Google new rule: চাকরি যেতে পারে ! বেতন বন্ধের নির্দেশ গুগলের


আরও পড়ুন : IRCTC Update: ১ জানুয়ারি থেকে রেলের এই নিয়মে বদল, ফের পাবেন বিশেষ সুবিধা