Govt Scheme: সরকারের এই স্কিম আসলে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দেশে চালু করা হয়েছিল। এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল বৃদ্ধ বয়সে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পে কৃষকরা নিজেরাই টাকা জমান এবং একইসঙ্গে একই পরিমাণ টাকা সরকারও বিনিয়োগ (Kisan Mandhan Yojana) করে কৃষকের নামে। এর বিনিময়ে ষাট বছর বয়স পেরোলে প্রতি মাসে ৩০০০ টাকা (Govt Scheme) করে দেবে সরকার। কৃষকদের জন্যই এই স্কিম আনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে কিষাণ মনধন যোজনা।
কারা পাবেন মাসে মাসে ৩০০০ টাকা
১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা যোগদান করতে পারবেন। তবে মনে রাখতে হবে কৃষকের জমি ২ হেক্টরের বেশি হলে এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এই প্রকল্পের সুবিধে, কেবলমাত্র সেই সমস্ত কৃষকরা পেতে পারেন যারা আয়করদাতা নন, এবং ইপিএফ, এনপিএস বা ইএসআইসির মত অন্য কোনও সরকারি পেনশন প্রকল্পের সঙ্গে যুক্ত নন। এই প্রকল্পে কৃষককে প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা করতে হয়। কত টাকা দিতে হবে তা ঠিক হয় কৃষকের বয়সের নিরিখে।
উদাহরণস্বরূপ যদি কোনও কৃষক ১৮ বছর বয়সে এই প্রকল্পে যোগদান করেন, তাহলে তাঁকে প্রতি মাসে ৫৫ টাকা জমা করতে হবে। অন্যদিকে যদি কেউ ৪০ বছর বয়সে এই প্রকল্পে যোগ দেন, তাঁকে মাসে ২০০ টাকা করে দিতে হবে। কৃষকের ৬০ বছর বয়স হলে প্রতি মাসে তিনি ৩০০০ টাকা করে পেনশন পেতে পারেন এই স্কিমে।
কীভাবে করবেন আবেদন
প্রধানমন্ত্রী মনধন কিষাণ যোজনার জন্য আবেদন করতে হলে কৃষকের আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর এবং বয়সের শংসাপত্র থাকতে হবে। দুটি উপায়ে আবেদন করা যায়। প্রথমত অনলাইনে ঘরে বসেই আবেদন করতে পারবেন এবং এর জন্য আপনাকে যেতে হবে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.pmkmy.gov.in-এ। আর এখানে গিয়ে Apply Now ট্যাবে ক্লিক করতে হবে। আধার নম্বর বসিয়ে সমস্ত ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি হল অফলাইন। এর জন্য কৃষককে তাঁর নিকটতম কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসিতে যেতে হবে। অপারেটর এখানে কৃষকের তথ্য নেবেন এবং তাঁকে অনলাইনে রেজিস্ট্রেশন করাবেন। এর পরে একটি অটো ডেবিট ফর্ম পূরণ করে দিলেই মাসিক কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই কাটা হয়ে যাবে।