Tech News: বিশ্বের তাবড় কোম্পানিগুলির পথে হাঁটল OLX।  এবার অনলাইনে কেনাবেচার এই কোম্পানিও বিশ্বজুড়ে শুরু করল ছাঁটাই অভিযান। কোম্পানির তরফে জানানো হয়েছে,সংস্থার চাহিদা কমার ফলেই এই সিদ্ধান্তের পথে হেঁটেছে তারা। সম্প্রতি এই খবর প্রকাশ করেছে  ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।


OLX Layoff: কী বলছে কোম্পানি
কোম্পানির ছাঁটাই নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে OLX কর্তৃপক্ষ। সংস্থার মুখপাত্র জানিয়েছেন,কোম্পানির খরচ কমানোর জন্যই এই পথে হাঁটতে হয়েছে ওএলএক্স-কে। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই কাজ করছে কোম্পানি। 


Jobs Layoff: OLX কোনও ব্যতিক্রমী কোম্পানি নয়
তবে একা এই ছাঁটাই অভিযানে নামেনি ওএলএক্স। সম্প্রতি একই কাজ করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ফিলিপ্স। ৬০০০ কর্মীকে ছাঁটাই করেছে এই  ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। এখানেই শেষ নয়, টেক বিশ্বে মাইক্রোসফট, গুগল ছাড়াও বহু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছেন। 


Tech News: সম্প্রতি ৭০টির বেশি স্টার্টআপ কর্মী ছাঁটাই করেছে
পরিসংখ্যান অনুযায়ী, ৭০টিরও বেশি স্টার্টআপ সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। নামিদামি সংস্থা এবং বিভিন্ন স্টার্টআপ (BYJU’S, OLA, OYO, Unacademy) - এইসব কোম্পানিও কর্মীদের বিনাবাক্য ব্যয়ে ছাঁটাই করেছে। Education TEch সেক্টর থেকে ব্যাপক ছাঁটাই হয়েছে। প্রায় ৮ হাজার কর্মী এই ছাঁটাই প্রক্রিয়াতে ভুক্তভোগী হয়েছেন। ১৬টি edu tech startup তাদের ওয়ার্কফোর্স ব্যাপক হারে কমিয়েছে। 


Jobs Layoff: প্রযুক্তির দুনিয়ায় কর্মী ছাঁটাই
২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। এরপরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেন তিনি। ট্যুইটারের হাত ধরেই শুরু হয়েছিল কর্মী ছাঁটাই। এরপর একে একে অন্যান্য টেক জায়ান্টগুলি কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছিল। এই ট্রেন্ড বজায় রয়েছে ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরেও। নতুন বছরের শুরুতেই অ্যামাজন কর্তৃপক্ষ ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। মাইক্রোসফট কর্তৃপক্ষও জানিয়েছে ১০ হাজার কর্মী চাকরি খোয়াবেন। 


এর পাশাপাশি গুগলেও ১২ হাজার কর্মীর চাকরি যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও শেয়ার চ্যাট, স্পটিফাই, সুইগি, Dunzo, GoMechanic এমনকি উইপ্রো সংস্থাও ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শেয়ার চ্যাট কর্তৃপক্ষ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এর একদিনের মধ্যেই ডেলিভারি সংস্থা Dunzo তাদের মোট ওয়ার্ক ফোর্স বা কর্মক্ষমতায় ৩ শতাংশ ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল।   


Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা মেটায়, 'মিডল ম্যানেজারদের' নতুন করে নোটিস জুকেরবার্গের