Adani Group Stock: পতনের পর এবার আদানির স্টকে উত্থানের জেরে লাভের মুখ দেখল LIC। শুক্রবার সপ্তাহের শেষ দিনে ৩৯ হাজার কোটিতে চলে এল  LIC-র বিনিয়োগ মূল্য। যাতে স্বাভাবিকভাবেই বুকে বল পেল LIC-তে বিনিয়োগকারীরা।


LIC Adani Stock: আদানির স্টকে LIC-র বিনিয়োগ
চলতি সপ্তাহেই আদানি গোষ্ঠীর স্টকগুলিতে LIC-এর বিনিয়োগের মূল্য কমে ৩২ হাজার কোটি টাকায় নেমে আসে। যার জেরে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয় মোদি সরকারকে। বিরোধীরা বলতে থাকেন, আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা থাকায় ওই কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগ তুলে নিতে পারছে না। যার ফলে LIC-তে রাখা আম আদমির সঞ্চয়ও ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। যদিও আজ ফের আদানির স্টকে উত্তানেক জোয়ার আসায় ফের লাভের মুখ দেখেছে LIC।


Adani Group Stock: আদানিতে মোট কত বিনিয়োগ করে LIC
এর আগে এলআইসি জানুয়ারিতে জানায়, আদানি গ্রুপ সংস্থাগুলিতে মোট 30,127 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। 27 জানুয়ারি এলআইসির বিনিয়োগের মূল্য 57,142 হাজার কোটি টাকায় নেমে আসে। যদিও হিন্ডেনবার্গের রিপোর্টের আগে আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের মূল্য হয়ে গিয়েছিল 82 হাজার কোটি টাকা। পরে  27 ফেব্রুয়ারির মধ্যে এই মূল্য 32 হাজার কোটি টাকায় নেমে আসে। আজ যা 39 হাজর কোটি টাকায় ফিরে এসেছে।


কিন্তু ইউএস-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিকিউজি পার্টনারস বৃহস্পতিবার 15,446 কোটি টাকায় একটি ব্লক চুক্তিতে চারটি আদানি গ্রুপের কোম্পানির শেয়ার কিনেছে, যার পরে গ্রুপের শেয়ার দ্রুত বেড়েছে। ইতিমধ্যেই আদানি পরিবার ব্লক চুক্তিতে 21 কোটি শেয়ার বিক্রি করেছে। যার সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরা।


Share Market Update: পতন থেকে এবার উত্থানের পথে ! নিত্যদিন দুরন্ত গতিতে ছুটছে আদানি গোষ্ঠীর বেশিরভাগ স্টক। শুক্রবারও একই চিত্র ধরা পড়ল ভারতের শেয়ার বাজারে।


Adani Group Stocks: আদানির কোন স্টক কতটা বাড়ল ?
আজ সকাল থেকেই আদানি গোষ্ঠীর বেশ কয়েকটি স্টকে আপার সার্কিট লেগে যায়। আদানি গ্রিন, আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি পাওয়ারে দুপুপের আগেই ৫ শতাংশের আপার সার্কিট লাগে। পিছিয়ে থাকেনি আদানি এন্টারপ্রাইজ। এক সময় ১৬ শতাংশ ওপরে উঠে যায় এই স্টক। আদানি এন্টারপ্রাইজ ১৮৪১-এ উঠে যায়।


আদানি গ্রিন ৫ শতাংশ আপার সার্কিট লেগে ৫৬১-তে চলে আসে। আদানি পোর্ট  ৯ শতাংশ ওপরে উঠে ৯৮০ পয়েন্টে ট্রেড করে।একই অবস্থা হয় আদানি উইলমারের । এই স্টকও ৫ শতাংশের আপার সার্কিটে ৪১৮ পয়েন্টে বেড়ে যায়। বাকি অম্বুজা সিমেন্ট ছাড়াও আদানি ট্রান্সমিশনে দারুণ গতি দেখা যায়।


আরও পড়ুন : Stock Market Closing: আদানিদের স্টকেই দুরন্ত লাফ বাজারের, সেনসেক্স বাড়ল ৯০০ পয়েন্ট,নতুন ফাঁদ কি ?