New Pension Plus Plan: অবসর জীবনের পরিকল্পনা করলে এখনই শুরু করতে পারেন এই পলিসি। প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে  লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এনেছে এই পলিসি।  এই পেনশন স্কিমের নাম দেওয়া হয়েছে এলআইসি নিউ পেনশন প্লাস প্ল্যান। এই স্কিমের বিশেষত্ব হল, এতে একবার বিনিয়োগ করে পেনশনের সুবিধা পাবেন বিনিয়োগকারী। এছাড়াও, আপনি যদি একাধিক প্রিমিয়াম দিতে চান,তাহলে আপনি সেই বিকল্পটিও নির্বাচন করতে পারেন।


অবসরের কথা মাথায় রেখে এই পলিসি
এই পলিসি ডিজাইন করা হয়েছে সেইসব ব্যক্তিদের জন্য, যাঁরা বৃদ্ধ বয়সে কোনও সমস্যা ছাড়াই সুস্থ জীবনযাপন করতে চান। আপনি এই পলিসি অনলাইন ও অফলাইনে  নিতে পারবেন। অনলাইনে পলিসি কিনতে, আপনি LIC-র অফিশিয়াল ওয়েবসাইট licindia.in-এ যেতে পারেন।


LIC র নতুন পেনশন প্লাস প্ল্যান কী ?
LIC নিউ পেনশন প্লাস প্ল্যান হল একটি নন-পার্টিসেপশন, ইউনিট-লিঙ্কড, পার্সোনাল পেনশন প্ল্যান। এই স্কিমের মাধ্যমে আপনি নিয়মিত বিনিয়োগ করে নিজের জন্য একটি বিশাল তহবিল তৈরি করতে পারেন। পরবর্তীকালে কোনও বার্ষিক পরিকল্পনায় এই অর্থ বিনিয়োগ করতে পারেন । ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে নিয়মিত পেনশন পাবেন এই পলিসি থেকে । এতে বিনিয়োগকারীও বিনিয়োগের পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা পান। আপনি সিঙ্গল প্রিমিয়াম বা রেগুলার প্রিমিয়ামের মধ্যে যেকোনও স্কিম বেছে নিতে পারেন।


LIC Update: পলিসির মেয়াদ বেছে নেওয়ার বিকল্প
শুধু প্রিমিয়াম নয়,এই পলিসিতে আপনি সহজেই সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণও বেছে নিতে পারেন। এর সঙ্গে বিনিয়োগকারীরা পলিসির মেয়াদ বাছাই করার স্বাধীনতাও পান। এতে আপনি 'ডিফারমেন্ট পিরিয়ড' বেছে নিতে পারেন।  এই বয়সের পরে আপনি কাজ করতে পারবেন না। ফলত পেনশনই হতে পারে আপনার উপার্জনের রাস্তা। 


এই পলিসিতে বিনিয়োগের জন্য চারটি অপশন রয়েছে
এর সঙ্গে আপনি অর্থ বিনিয়োগের জন্য চার ধরনের বিকল্প পাবেন। এখানে প্রিমিয়াম দেওয়ার পর একটি অংশ বরাদ্দ বাবদ যায়। পাশাপাশি অবশিষ্ট অর্থ বরাদ্দ হারের আকারে দেওয়া চারটি তহবিল বিকল্পে বিনিয়োগ করতে পারবেন আপনি।


LIC New Pension Plus Plan: আপনি কত পাবেন ?
এলআইসি-র এই পলিসিতে বার্ষিক নিয়মে বিনিয়োগ করলে প্রিমিয়ামের ১ শতাংশ গ্যারান্টিযুক্ত অংশ হিসাবে পাবেন। রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে বিনিয়োগকারী ৫ শতাংশ থেকে ১৫.৫ শতাংশ পর্যন্ত টাকা পেতে পারেন। অন্যদিকে, কেউ একটি সিঙ্গল প্রিমিয়াম দিলে পলিসিহোল্ডার বছরে ৫ শতাংশ পর্যন্ত পেতে পারেন।


আরও পড়ুন : Legal News: হঠাৎ মৃত্যু প্রিয়জনের! যে ভাবে পাবেন সঞ্চয়ের সন্ধান