Stock Market Today : বেসরকারি বিমা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এবারও ভাল ফল করেছে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন (LIC)। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ১০,৯৮৭ কোটি টাকা ইনডিভিজুয়াল নিট মুনাফা করেছে কোম্পানি। পরিসংখ্যান বলছে, এটি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ১০,৪৬১ কোটি টাকার নিট মুনাফা থেকে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কত বেশি প্রিমিয়াম পেয়েছে কোম্পানি২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ফার্মের নিট প্রিমিয়াম আয়ও বার্ষিক ৫ শতাংশ বেড়ে ১.১৯ লক্ষ কোটি টাকা হয়েছে। বিমাকারী এর আগের আর্থিক বছরের একই ত্রৈমাসিকে ১.১৪ লক্ষ কোটি টাকা নিট প্রিমিয়াম আয়ের কথা জানিয়েছিল।

এবার কত বেশি লাভএলআইসির সলভেন্সি অনুপাত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ২.১৭ শতাংশে দাঁড়িয়েছে, যা আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ১.৯৯ শতাংশ ছিল। এবার সম্পদের মান উন্নত হয়েছে, মোট নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) এবং নেট এনপিএ যথাক্রমে ২১ শতাংশ এবং ৩৬ শতাংশ কমে ৮,৪৩৬.৫ কোটি টাকা এবং ৪ কোটি টাকা হয়েছে। নতুন ত্রৈমাসিকে মোট এনপিএ অনুপাত ১.৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ১.৯৫ শতাংশ ছিল।

নতুন পলিসি বিক্রি হ্রাস পেয়েছেএবার নতুনভাবে লাভের মুখ দেখেছে কোম্পানি। অক্টোবরের শুরুতে কার্যকর হওয়া নতুন নিয়মের কারণে এলআইসির নতুন পলিসি বিক্রি হ্রাস পেয়েছে। যার ফলে পলিসিহোল্ডার মেয়াদপূর্তির আগে পলিসি বন্ধ করলে যে চার্জ দিতেন তা হ্রাস পেয়েছে। তবে, রিনিউয়ালের ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত ব্যবসার মধ্যে নন-পার এপিই (বার্ষিক প্রিমিয়াম সমতুল্য) শেয়ার ত্রৈমাসিকের জন্য ৩০.৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ২৩.৯৪ শতাংশ ছিল।

LIC-এর ব্যবস্থাপনাধীন সম্পদ (AUM) বার্ষিক ৬.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৭.০৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। রেগুলেটরি ফাইলিংয়ে কোম্পানি জানিয়েছে-"৩০ জুন, ২০২৫ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যক্তিগত ব্যবসায় LIC-র বাজার অংশীদারিত্ব ছিল ৩৮.৭৬ শতাংশ ও গ্রুপ ব্যবসায় ৭৬.৫৪ শতাংশ।" 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)