Stock Market: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সংসদে উল্লেখ করার পর থেকেই ছুট দিয়েছিল স্টক। বুধবার রাজ্যসভায় LIC-র শেয়ারের(LIC Share Price) কথা বলতেই শেষবেলায় গতি দেখিয়েছিল এই রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির শেয়ার (Insurance Company)। আজ যা বাজার  (Share Market) খোলার সময় গ্যাপ-আপ ওপেনিং দেয়। 


আজ স্টকে কত গতি
এদিন সকাল থেকেই দুরন্ত গতি ধরে LIC-র স্টক। ১০৭৩-এর গ্যাপ আপ ওপেনিং থেকে এদিন স্টক সর্বোচ্চ ১১৪৫ টাকায় চলে যায়। একদিনে স্টক প্রায় ১০ শতাংশের কাছ হিট করে। পরে অবশ্য মার্কেট ক্লোজিংয়ের পর স্টকের গতি ৫.৮২ শতাংশে শেষ হয়। সবথেকে বড় বিষয় আজই LIC-র ডিসেম্বর ত্রৈমাসিকের ফল আসার কথা ছিল। বানজার বিশেষজ্ঞরা এই স্টকের টার্গেট বাড়িয়েছেন। অনেক ব্রোকিং ফার্মই মনে করছে স্টক ১১৫০ টাকার টার্গেট হিট করতে পারে। 


মোদি জমানায় কোথায় দাঁড়িয়ে LIC
ভারতের শেয়ার বাজারে আসার পর থেকেই পড়ছিল  এলআইসি শেয়ারের দাম। প্রায় ৯০০ টাকা লিস্টিং প্রাইস থেকে ৫০০ টাকার কাছে চলে এসেছিল স্টকের দাম। যদিও আজ এই স্টকই হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির এই গতির সংসদে প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদি বলেন, LIC নিয়ে মিথ্যে প্রচার করে চলেছে কংগ্রেস। এখন এলআইসি-র শেয়ার রেকর্ড উচ্চতায় রয়েছে।' গত ১০ বছরে সরকারি সংস্থার লাভ আড়াই লক্ষ কোটি ছাড়িয়েছে। মোদির শাসনকালে সরকারি সংস্থার মূল্য সাড়ে ৯ লক্ষ কোটি থেকে বেড়ে ১৭ কোটি টাকা হয়েছে।


LIC Share Price: ভারতের শেয়ার বাজারের (Stock Market) জন্য বড় খবর। দেশের বেসরকারি ক্ষেত্রের বড় ব্যাঙ্ক HDFC-তে ৯.৯৯ শতাংশ অধিগ্রহণ করতে চলেছে LIC। ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানিকে এই অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 


কী জানিয়েছে HDFC
এইচডিএফসি ব্যাঙ্ক বৃহস্পতিবার একটি সেবি ফাইলিংয়ে বলেছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে (এলআইসি) বেসরকারি খাতের ঋণদাতার 9.99% অংশীদারিত্ব অর্জনের অনুমোদন দিয়েছে। ব্যাঙ্কের তরফ জানানো হয়েছে,সেবি লিস্টিং রেগুলেশনের রেগুলেশন 30 অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) 25 জানুয়ারি, 2024 তারিখের চিঠির মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এর কাছে তার অনুমোদন দিয়েছে। 


WB Budget 2024: কর্মশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, রইল বাংলার বাজেটের ১০টি গুরুত্বপূর্ণ বিষয়