কলকাতা: নতুন বছরের শুরুতেই একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়ছে ১১১ টাকা করে। ফলে চাপ বাড়ল রেস্তরাঁ মালিকদের। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের নতুন দাম ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

Continues below advertisement

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দেশের চার বড় শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম কত হবে তা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। 

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ১১১ টাকা করে। নতুন বছরের প্রথম দিন থেকেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নতুন দাম কার্যকর হবে। 

Continues below advertisement

কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। দিল্লিতে আগে যেখানে দাম ছিল ১৫৮০.৫০ টাকা, সেটা বেড়ে বর্তমানে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১৭৩৯.৫০ পয়সা।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। সাধারণত হোটেল-রেস্তরাঁর বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। ফলে বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় ব্যবসায়ীদের চাপ বাড়ল। দাম বাড়ায় রেস্তরাঁ এবং গাড়ির মালিকদের চাপ বৃদ্ধি পেল। LPG চালিত গাড়ির মালিকদেরও বাড়তি টাকা ব্যয় করতে হবে। সব মিলিয়ে পরোক্ষে আম জনতার উপরও বোঝা চাপল। 

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। কলকাতায় পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বরে বাণিজ্যিক গ্যাসের দাম ৫০ টাকা ৫০ পয়সা কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১৭০০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ পুজোর মাসের তুলনায় ১৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি হয়েছিল। নভেম্বর মাসে আবার ৬ টাকা ৫০ পয়সা দাম কমিয়েছিল কেন্দ্র।