LPG Gas Cylinder: এখন বেশিরভাগ বাড়িতেই রান্নার কাজে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। রেস্তোরাঁতে, কোনও প্রতিষ্ঠানে রান্নার কাজেও এলপিজি গ্যাস (LPG Gas Cylinder) সিলিন্ডারই ব্যবহার করা হয়ে থাকে। সারা দেশেই গৃহস্থালির কাজে এলপিজি সিলিন্ডার লাগে, তা সে যে কোনও সংস্থার হোক না কেন। দেশে সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির মধ্যে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম ইত্যাদি নানা সংস্থা এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Insurance Cover) সরবরাহ করে থাকে। আর এই এলপিজি সিলিন্ডারের সঙ্গেই বাধ্যতামূলকভাবে একটি বিমা করানো থাকে যাতে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটলে গ্রাহক সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পান। কীভাবে পাবেন এই বিমার টাকা ? কোন কোন ঘটনার জন্য দেওয়া হয় এই টাকা ?


এলপিজি গ্যাস সিলিন্ডার যেহেতু দাহ্য পদার্থ এবং সঠিক সাবধানতা অবলম্বন না করলে তা বিস্ফোরণ ঘটাতে পারে। তাতে মানুষের প্রাণহানিও হতে পারে। এই প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি, আহত হলে তাঁর ক্ষতিপূরণ বাবদ এলপিজি সরবরাহকারী সংস্থার কাছে যে কোনও গ্রাহক চাইলে ৭৫ লক্ষ টাকার বিমা দাবি করতে পারেন। এছাড়াও ব্যক্তিগত ক্ষয়ক্ষতি, আঘাত, চিকিৎসা বাবদ আলাদাভাবে নির্দিষ্ট অঙ্কের বিমা দাবি করা যায়।


ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের ওয়েবসাইটে গেলেই যে কোনও গ্রাহক দেখতে পাবেন 'Public Liability Insurance Policy'। এই পলিসি টার্মের মধ্যেই পাওয়া যাবে সমস্ত বিমা সংক্রান্ত বিস্তৃত তথ্য। এই টার্ম পেপার অনুসারে নিম্নলিখিত জায়গায় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটলে ৭৫ লক্ষ পর্যন্ত বিমার দাবি করতে পারেন গ্রাহক-



  • দুর্ঘটনায় কোনও ব্যক্তির মৃত্যু হলে বা কোনও ব্যক্তি গ্রাহক গুরুতর আহত হলে

  • এলপিজি গ্যাস লিকেজের জন্য দুর্ঘটনায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও দাবি জানানো যায়।


তবে এক্ষেত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সংস্থা বিমা দিচ্ছে, সেই সংস্থার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি এই বিমা আইনের আওতায় পড়বে না। উপরিলিখিত ঘটনায় গ্রাহকের ৭৫ লক্ষ টাকার বিমা দিচ্ছে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি। প্রতি ঘটনায় এই অঙ্ক ধার্য হবে। বার্ষিক ১০০ কোটির বিমা ধার্য করা আছে বিমা সংস্থার তরফে।


এছাড়াও আরেকটি ক্ষেত্রে ব্যক্তির আঘাত লাগলে, সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আলাদাভাবে কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রাহককে অবশ্যই বিমা সংস্থার সঙ্গে রেজিস্ট্রেশন থাকতে হবে।



  • ব্যক্তিগত দুর্ঘটনায় মৃত্যু হলে প্রতি ব্যক্তির জন্য প্রতি ঘটনায় ৬ লক্ষ টাকা

  • ঘটনা পিছু ৩০ লক্ষ টাকার চিকিৎসা খরচ (সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত প্রতি ব্যক্তির জন্য, তাৎক্ষণিক চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা)

  • রেজিস্টার্ড গ্রাহকের বাড়িতে সিলিন্ডার দুর্ঘটনায় ক্ষতি হলে প্রতি ঘটনায় ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ


এক্ষেত্রে আহত হলে ঘটনার ১২ মাসের মধ্যে যদি গ্রাহকের মৃত্যু হয় তবে বিমার পুরো টাকাই গ্রাহক পাবেন। ১২ মাসের মধ্যে কোনও অঙ্গ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেলেও একইভাবে পুরো টাকাটাই পাবেন। তবে অঙ্গহানি বা অঙ্গ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর উপর ভিত্তি করে মোট বিমার কিছু শতাংশ পাওয়া যাবে। এছাড়াও সিলিন্ডারের মেয়াদ ফুরিয়ে থাকলে তাঁর জন্য বিমা পাওয়া যাবে না। এক্ষেত্রে বাড়িতে সিলিন্ডার নেওয়ার সময় এক্সপায়ারি ডেট চেক করে নেওয়া উচিত। বিমার দাবি করার জন্য সরবরাহকারী সংস্থা যে বিমা সংস্থার সঙ্গে সংযুক্ত তাঁর কাছে আবেদন করতে হবে উপযুক্ত প্রমাণ সহ। যেমন- সম্পত্তির ক্ষতি হলে তাঁর যথাযথ ছবি দিতে হবে। ব্যক্তি আহত হলে তাঁর প্রমাণস্বরূপ স্বীকৃত চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন। 


বিস্তারিত জানতে পড়ুন: https://iocl.com/uploads/TPPLInusrancePolicy.pdf


আরও পড়ুন: Indian Economy: ১০ লাখ থাকলে গরিব, ৫০ লাখে নিম্ন মধ্যবিত্ত, দেশে ধনী কারা জানেন ?