Kumbh Mela 2025: প্রয়াগরাজে জোরকদমে চলছে কুম্ভমেলার প্রস্তুতি, প্রতি ১২ বছর অন্তর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে এই কুম্ভমেলা, চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত। এই সময় উত্তরপ্রদেশ সরকার (Mahakumbh 2025) কোটি কোটি মানুষ, সাধু-সন্তদের জন্য থাকার ব্যবস্থা করে থাকে। নিরাপত্তা সহ মেডিকেল এমার্জেন্সির মত সমস্ত সুবিধেও থাকবে এখানে। আশা করা হচ্ছে এবারে মহাকুম্ভে ৪০ কোটি মানুষ উপস্থিত হবেন।


কুম্ভমেলায় থাকার জায়গা কোথায় পাবেন


থাকার জায়গার মধ্যে প্রথমেই (Mahakumbh 2025) আসে দ্য আল্টিমেট ট্রাভেলিং ক্যাম্প (TUTC)। এই ক্যাম্পসাইটে ৪৪টি বিলাসবহুল তাঁবু রয়েছে যেখানে দুজনের থাকার ভাড়া প্রতিদিনের জন্য ১ লক্ষ টাকা করে। বাটলার, রুম হিটার, গিজার সহ আরও অনেক সুবিধে রয়েছে। এই তাঁবুগুলির বেশিরভাগই ১৪ জানুয়ারি, ২৯ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি জন্য বুকিং হয়েছে।


এছাড়াও আইআরসিটিসি মহাকুম্ভ গ্রামে টেন্ট সিটির ব্যবস্থা করেছে, আইআরসিটিসির ওয়েবসাইট থেকে এগুলি বুক করা যাবে। এক্ষেত্রে চারটি ক্যাটাগরির আলাদা আলাদা তাঁবুর দাম রয়েছে। ডিলাক্স, প্রিমিয়াম, ডিলাক্স অন রয়্যাল বাথ, প্রিমিয়াম অন রয়্যাল বাথ।


কোনটির কত খরচ



  • ডিলাক্স রুম


একজনের জন্য ভাড়া ১০,৫০০ টাকা, দুজনের জন্য ভাড়া ১২ হাজার টাকা (ব্রেকফাস্ট সহ)



  • প্রিমিয়াম রুম


একজনের জন্য ভাড়া ১৫,৫২৫ টাকা, দুজনের জন্য ভাড়া ১৮ হাজার টাকা (ব্রেকফাস্ট সহ)



  • ডিলাক্স রুম অন রয়্যাল বাথ


একজনের জন্য ভাড়া ১৬,১০০ টাকা, দুজনের জন্য ভাড়া ২০ হাজার টাকা (ব্রেকফাস্ট সহ)



  • প্রিমিয়াম রুম অন রয়্যাল বাথ


একজনের জন্য ভাড়া ২১,৭৩৫ টাকা, দুজনের জন্য ভাড়া ৩০ হাজার টাকা (ব্রেকফাস্ট সহ)


এক্ষেত্রে অতিরিক্ত বেডের জন্য ডিলাক্স রুমে লাগবে ৪২০০ টাকা এবং প্রিমিয়াম রুমের জন্য লাগবে ৬৩০০ টাকা ভাড়া। আর রাজকীয় স্নানের দিনে ডিলাক্স রুমে আপনাকে বেডের জন্য ৭০০০ টাকা এবং প্রিমিয়াম রুমে আপনাকে ১০,৫০০ টাকা ভাড়া দিতে হবে।


এছাড়াও আপনি মহাকুম্ভের (Mahakumbh 2025) অফিসিয়াল ওয়েবসাইট mahakumbh.in-এ গিয়ে থাকার জন্য জায়গা বুকিং করতে পারেন আগে থেকে। এক্ষেত্রে নিজের জন্য ট্যুরও বুক করতে পারবেন আপনি। এক্ষেত্রে নিজের জন্য ট্যুরও বুক করতে পারবেন আপনি। এমনকী kumbh.gov.in ওয়েবসাইট থেকে বুকিং করলে আপনি অনেক কম খরচে ১৫০০ টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত ভাড়ায় ঘর বুক করতে পারেন। 


আরও পড়ুন; PM Awas Yojana : আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন