Indian Railways: ট্রেনের টিকিটের ভাড়া শুনলে কপালে উঠবে আপনার চোখ। পর্যটকদের এই ট্রেনের টিকিটের জন্য দিতে হবে ২০ লক্ষ টাকা। ভারতেই চলে এই বিলাসবহুল পর্যটনের ট্রেন। জেনে নিন, কেন এই ট্রেনের টিকিটের এত দাম।
Maharaja Express: বিলাসবহুল যাত্রার সেরা নিদর্শন এই ট্রেন
সম্প্রতি দেশের সবচেয়ে দামি ট্রেনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে একজন ব্যক্তি ট্রেনের বিশ্বমানের বিলাসবহুল সুবিধার কথা বলছেন। এই ভিডিওটি মহারাজা এক্সপ্রেস ট্রেনের সবচেয়ে দামি কোচের। যেখানকার টিকিটের মূল্য শুনলে চমকে উঠবেন আপনি। এই ট্রেনটিতে পাবেন বিলাসবহুল যাত্রার সব সুবিধে।
Indian Railways: কারা চালায় এই ট্রেন ?
মহারাজা এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে পর্যটন কর্পোরেশন পরিচালনা করে। বর্তমানে দেশের চারটি ভিন্ন রুটে চলছে এই ট্রেন। আপনি এই চারটির মধ্যে যেকোনও একটি পথ বেছে নিতে পারেন। এই যাত্রা ৭ দিনের। আপনি সাত দিন এই বিলাসবহুল ট্রেন যাত্রা উপভোগ করতে পারবেন।
Maharaja Express: টিকিটের জন্য লাগবে ২০ লক্ষ টাকা
মহারাজা ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই ট্রেনের প্রতিটি কোচে বড় জানালা, কমপ্লিমেন্টারি মিনি বার, এয়ার কন্ডিশনার, ওয়াইফাই, লাইভ টিভি, ডিভিডি প্লেয়ার সহ অনেক বিলাসবহুল সুবিধা দেওয়া হয়েছে। মহারাজা এক্সপ্রেস দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া, ট্রেজার অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান প্যানোরামা এবং দ্য ইন্ডিয়ান স্প্লেন্ডার নামে চারটি ভিন্ন ট্যুর অফার করে। এই ট্রেনের ভাড়া ৫ লক্ষ থেকে ২০ক্ষ টাকা পর্যন্ত।
Indian Railways: এত ধরনের কোচ আছে
মহারাজা এক্সপ্রেসের চারটি ভিন্ন ধরনের কোচ রয়েছে, যার মধ্যে রয়েছে ডিলাক্স কেবিন, স্যুট, জুনিয়র স্যুট ও সিডেন্সিয়াল স্যুট। এই ট্রেনে দুই ধরনের প্যাকেজ দেওয়া হয়। একটি ৩ ত ও ৪দিনের অন্যটি ৬রাত 7 দিনের। সবার জন্য আলাদা ভাড়া প্রযোজ্য এই ট্রেনে। ওয়েবসাইট অনুসারে,ডবল সিট বুকিং নিলে ব্যক্তিগতভাবে এই ভাড়াতেও আরও ছাড় পাওয়া যাবে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক ও অন্যান্য শ্রেণির জন্য ভাড়া আলাদা।
Maharaja Express: ভিডিওতে কী দেখানো হয়েছে ?
ভিডিওর শুরুতে কুশাগরা নামে এক ব্যক্তি মহারাজ এক্সপ্রেসের স্যুট রুম দেখিয়েছেন। ভিডিওটিতে খাওয়ার জায়গা সহ একটি স্যুট রুম,শাওয়ার সহ একটি বাথরুম দুটি মাস্টার বেডরুম দেখানো হয়েছে। ওই ব্যক্তি জানান, এই স্যুটের ভাড়া প্রায় ২০ লাখ টাকা। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর অনেকেই এই বিষয়ে নানা মন্তব্য করেছেন। একজন ইউজার লিখেছেন, এই দামে টিকিট নেওয়ার চেয়ে ফ্ল্যাট কেনা ভাল। একজন লিখেছেন, আমি এই টাকা সম্পত্তিতে বিনিয়োগ করতে পারি। অনেকে জানান, এটি দিয়ে আমি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারি।
আরও পড়ুন : Cyber Attack: হ্যাকার হানার গ্রাসে ভারত, বিশ্বের প্রথম পাঁচে নাম, কীভাবে বাঁচবেন জানেন ?