মহারাষ্ট্র: লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য বড় স্বস্তি ! বিদ্যুতের দাম কমানো হবে এবার। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে ২৬ শতাংশ বিদ্যুতের দাম কমানো হবে বলে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। গতকাল বুধবারই এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ২০২৬ অর্থবর্ষেই প্রথম ১০ শতাংশ বিদ্যুতের দাম (Power Tariff Cut) কমানোর কথা জানানো হয়েছে। মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার বিদ্যুতের শুল্ক কমানো হচ্ছে, ফলে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলা চলে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (যিনি জ্বালানি মন্ত্রকের দায়িত্বেও আছেন) জানিয়েছেন যে মহারাষ্ট্র বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের একটি আদেশ অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন মহারাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত বিদ্যুতের শুল্ক (Power Tariff Cut) কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে না। প্রথম বছরে অর্থাৎ ২০২৬ সালেই ১০ শতাংশ কমানো হবে এবং তারপরে পর্যায়ক্রমে আগামী ৫ বছরে মোট ২৬ শতাংশ শুল্ক কমানো হবে বলেই জানা গিয়েছে। MSEDCL-এর প্রস্তাবে অনুমোদন দেওয়ার জন্য এই ক্ষেত্রে মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে কৃতজ্ঞ সকলে, এর আগে এই পদক্ষেপ কখনও নেওয়া হয়নি।

এর আগে অতীতে সাধারণত ১০ শতাংশ হারে শুল্ক বৃদ্ধির জন্য আবেদন করা হত। এবারে শুল্ক হ্রাসের জন্য আবেদন করা হয়েছে যা গার্হস্থ্য, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের জন্য স্বস্তি এনেছে। রাজ্যের প্রায় ৭০ শতাংশ গ্রাহক ১০০ ইউনিটের কম বিদ্যুৎ (Power Tariff Cut) ব্যবহার করেন, এবং ২০২৬ অর্থবর্ষে ১০ শতাংশ বিদ্যুতের দাম কমানোর ফলে সবথেকে বেশি উপকৃত হবেন তারা।

মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থার তরফে বর্তমান শুল্ক কাঠামো সংশোধন এবং বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য ত্রাণ বা ছাড় দেওয়ার প্রস্তাব অনুসরণ করে এই পদক্ষেপ করা হয়েছে। এই আদেশ মুম্বই ব্যতীত মহারাষ্ট্রের সমস্ত বাসিন্দার জন্য কার্যকর হবে। এই সমস্ত এলাকায় BEST, Tata Power এবং Adani Electricity-র মত সংস্থা বিদ্যুৎ বিতরণ পরিচালনা করে। আর মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের ফলে মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী নাগরিকরা সবথেকে বেশি স্বস্তি পাবেন। আর ২০২৬ সাল থেকেই তাদের বিদ্যুৎ বিলে ১০ শতাংশ হ্রাস দেখা যাবে।  

আশা করা হচ্ছে এই বিদ্যুতের দাম কমানোর ফলে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং উপভোক্তাদের মনোভাব উন্নত হবে আর এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলির অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে।