E-Cycle: স্টার্ট-আপ কোম্পানিতে বলিউড (Bollywood) ও ইন্ডিয়ান ক্রিকেটারদের (Indian Cricket Team) বিনিয়োগের(Investment) বিষয় নতুন নয়। অতীতেও এই তালিকায় নাম লিখিয়েছেন বহু। এবার সেই পথেই হাঁটলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)।  একটি ই-সাইকেল স্টার্ট-আপে (E-Cycle) বিনিয়োগ করেছেন। 


কোন কোম্পানিতে ধোনির বিনিয়োগ
এমএস ধোনি ই-সাইকেল প্রস্তুতকারী সংস্থা ই-মোটোরাডে বিনিয়োগ করেছেন। ই-মোটরাডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বৈদ্যুতিক সাইকেল সহ মহেন্দ্র সিং ধোনির একটি ছবি দেখা গেছে। ই-টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমএস ধোনি এই চুক্তি করে কোম্পানির শেয়ারের মালিকানা পেয়েছেন।


ধোনি ই-মোটরাডের ব্র্যান্ডের প্রতীক হয়ে উঠেছেন
তবে এই প্রথমবার নয়, আগেও  অনেকবার বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগ করেছেন মহেন্দ্র সিং ধোনি। অনেক দিন ধরেই এই ধরনের বিনিয়োগ করছেন তিনি। এবার ধোনির বিনিয়োগের তালিকায় যোগ হল আরও একটি নাম। ধোনি ফিটনেস স্টার্ট-আপ তাগদা রাহো, খাতাবুক এবং ব্যবহৃত গাড়ির খুচরো বিক্রেতা Cars24-এর মতো অনেক কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এখন ধোনিও ই-মোটররাডে বিনিয়োগ শুরু করেছেন। ই-মোটররাডের প্রতিষ্ঠাতা কুণাল গুপ্তা, ই-টাইমসের সঙ্গে কথা বলার সময়, ধোনির সঙ্গে তার সম্পর্কের খবর নিশ্চিত করেছেন।


ধোনির নাম জড়ানোয় স্টার্ট আপ আরও বৃদ্ধি পাবে
ই-টাইমসের সঙ্গে কথা বলার সময়, ই-মোটররাডের প্রতিষ্ঠাতা বলেছেন- কোম্পানি নভেম্বর 2023 সালে প্যানথেরা গ্রোথ পার্টনারদের কাছ থেকে সিরিজ বি রাউন্ডের তহবিলে 164 কোটি টাকা সংগ্রহ করেছে। যা $20 মিলিয়ন ইক্যুইটি বাড়াতে পারে। কুণাল গুপ্তা আরও জানান, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নাম জাড়ানোয় ই-বাইকের প্রতি মানুষের আস্থা বাড়বে। সবাইক ব্র্যান্ডের সম্পর্কেও বিস্তারিত জানতে পারবে।


E-Cycle Start-Ups: প্রচারে জোর মহেন্দ্র সিংহ ধোনির
কোম্পানি সম্পর্কে ধোনি বলেছেন, ''আমরা এমন এক যুগে বাস করছি যেখানে দৈনন্দিন নতুন কোম্পানিগুলি সাসটেনেবল ডেভেলপমেন্টকে এক নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। তিনি এমনিতেই এই ধরনের কোম্পানির গুণগ্রাহী । E-Motorrad সারা দেশে 350 টিরও বেশি ডিলার রয়েছে। এছাড়াও 10টি এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে। 2023-24 আর্থিক বছরে, ই-মোটররাড 140 কোটি টাকার সেল করেছে। যেখানে গত আর্থিক বছরে এই সেলের পরিমাণ ছিল প্রায় 115 কোটি টাকা। এখন কোম্পানি আগামী অর্থবছর 2024-25 এর জন্য 270 কোটি টাকার সেল টার্গেট নির্ধারণ করেছে।


আরও পড়ুন:  Maruti Swift: আসছে মারুতি সুইফটের নতুন ভার্সন, পুরনো মডেলের থেকে কোথায় আলাদা ?