Small Savings Scheme: সরকারি এই প্রকল্পে বিনিয়োগের রয়েছে অনেক সুবিধা। সরকারি নিরাপত্তা ছাড়াও পাবেন ভাল সুদ। জেনে নিন মহিলাদের এই স্কিমে কর ছাড়ের সুবিধা পাবেন কিনা। 


Post Office: কত শতাংশ সুদ দিচ্ছে প্রকল্প ?
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি স্কিম যা মহিলা ও মেয়েদের আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য় করে৷ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে এককালীন ক্ষুদ্র সঞ্চয় পরিকল্পনা চালু করেছে সরকার। তবে বেশি বছরের জন্য আনা হয়নি এই স্কিম। মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমটি ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে৷ দুই বছরের মেয়াদি স্কিমটি ৭.৫ শতাংশ নির্দিষ্ট সুদ দিয়ে থাকে৷ সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে পাওয়া যায়। এই স্কিমে আংশিক প্রত্যাহারের সুবিধা রয়েছে।


Mahila Samman Savings: মহিলা সম্মান সঞ্চয়পত্রের জন্য কে যোগ্য?
এই স্কিমটি যে কোনও মহিলা করতে পারেন। কোনও মেয়েও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ১,০০০ টাকা। সর্বোচ্চ সীমা ২ লাখ টাকা। এই স্কিমের মেয়াদ পূরণ হওয়ার পরে বিনিয়োগকারী একটি ফর্ম-২ আবেদনের মাধ্যমে তহবিল পেতে আবেদন করতে পারেন।  অ্যাকাউন্ট খোলার তারিখের এক বছর পরে অ্যাকাউন্টধারক অ্যাকাউন্ট ব্যালেন্সের ৪০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন।


Small Savings Scheme: স্কিমটি কি ধারা 80C এর অধীনে কর ছাড়ের সুবিধার দেয়?
আয়কর আইনের ধারা 80C এর অধীনে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র কর ছাড়ের যোগ্য নয়। তাই ট্যাক্স বাঁচানোর কথা চিন্তা করে এই স্কিমে বিনিয়োগ না করাই ভাল। যেহেতু মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র মূলত একটি স্থায়ী আমানত, তাই এটি "অন্যান্য করের আয়ের" অধীনে আসবে। এই মেয়াদি আমানতের সুদ সহ একজন করদাতার মোট আয়ের ভিত্তিতে বকেয়া করের পরিমাণ হিসেব হবে।


যেহেতু স্কিমের সীমা ২ লক্ষ টাকা ও সুদ ৭.৫ শতাংশ, তাই মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্রের উপর টিডিএস কাটার কোনও সম্ভাবনা নেই, যদি এটি আপনার একমাত্র বিনিয়োগ হয়৷ কিন্তু ট্যাক্স আপনার আয় স্ল্যাব ও অন্যান্য কারণের উপর নির্ভর করতে পারে।


মহিলা সম্মান সঞ্চয়পত্রে কীভাবে বিনিয়োগ করবেন


• আপনার স্থানীয় পোস্ট অফিসে বা ব্যাঙ্কের শাখায় গিয়ে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনা ফর্মটি পান৷


• প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটি পূরণ করুন ও প্রাসঙ্গিক তথ্য জমা দিন।
• জমার পরিমাণ নির্বাচন করুন।


• একটি চেক বা নগদ মাধ্যমে টাকা জমা করুন।


• আপনার বিনিয়োগের প্রমাণ হিসাবে ব্যাঙ্ক/পোস্ট অফিস একটি শংসাপত্র দেবে।


কোনও কারণে অ্যাকাউন্টধারকের মৃত্যুর হলে এই স্কিমটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্টটি অ্যাকাউন্টধারকের জীবন-ঝুঁকি রোগ বা অভিভাবকের মৃত্যুর মতো সহানুভূতিশীল কারণে মেয়াদের আগেই বন্ধ করা যেতে পারে। কোনও কারণ উল্লেখ না করেই অ্যাকাউন্ট খোলার তারিখের ছয় মাস পরেও এই অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে প্রদত্ত সুদ ২ শতাংশ কম হবে।


আরও পড়ুন : PNB Alert: পিএনবি-র নামে বড় প্রতারণার ফাঁদ, ভুলেও এই কাজটি করবেন না