Mahindra Scorpio N update: লঞ্চের পর থেকেই বেড়েছে কৌতূহল। মহিন্দ্রার নতুন স্করপিওর (Mahindra Scorpio N) বুকিংয়ের অপেক্ষা করছেন ক্রেতারা। ৩০ জুলাই থেকে শুরু হবে এর বুকিং। কোম্পানি জানিয়েছে, প্রথম ২৫,০০০ বুকিংয়ের জন্য বেস মডেলে ১১.৯৯ লক্ষ টাকা নেবে কোম্পানি। পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে গাড়ির দাম। জেনে নিন, কেন 'বিগ ড্যাডি অফ অল এসইউভি' বলা হচ্ছে নতুন স্করপিওকে।


New 2022 Mahindra Scorpio N: গাড়ির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা
নতুন Scorpio N এর দৈর্ঘ্য 4662 এমএম, প্রস্থ 1917 এমএম ও উচ্চতা 1870 এমএম রেখেছে কোম্পানি। নতুন SUV সিটের হুইলবেস 2750 এমএম রাখা হয়েছে।


Mahindra Scorpio N: ইঞ্জিন কী দেওয়া হয়েছে গাড়িতে ? 
এই নতুন SUV-তে আপনি পেট্রল ও ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্প পাবেন। প্রথম বিকল্প হিসেবে TGDi mStallion (পেট্রল) ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 149.14 kW শক্তি (203PS) ও 380Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে, দ্বিতীয় বিকল্পে mHawk (ডিজেল) ইঞ্জিনের দেওয়া হয়েছে গাড়িতে। যা 128.6kW শক্তি (175 PS) ও 400 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 6-স্পিড ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় ট্রান্সমিশন উভয় বিকল্পই পাবেন এই এসইউভিতে। পাশাপাশি এতে থাকছে ডিজেলে 4X4-এর অপশন।




New 2022 Mahindra Scorpio N: নতুন স্করপিওতে বাইরে কী পাবেন ? 
রুফরেল সানরুফ থাকছে গাড়িতে


শার্ক অ্যান্টেনা পাবেন
ভারবহনের জন্য স্কি-রেক স্পয়লার


পাশাপাশি খোলা যায় এমন টেলগেট


লম্বা LED টেল ল্যাম্প


স্করপিও স্টিং ক্রোম উইন্ডো লাইন


ডায়মন্ড কাট R18 ও R17 অ্যালয় হুইলস


ইেলকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল ORVM 


LED ডে টাইম রানিং সহ LED প্রজেক্টর ফগ ল্যাম্প
ডাবল ব্যারেল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প


আরও পড়ুন : Hyundai Tucson 2022: ১৩ জুলাই ভারতে হুন্ডাই টুসোর লঞ্চ, গাড়িতে পাবেন এই বৈশিষ্ট্য