IPO Update: বাজারে আসার আগেই কোম্পানির আইপিও নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। বিগত কয়েক বছরের মধ্য়েই দেশের বাজারে পরিচিত নাম হয়ে উঠেছে ম্যানকাইন্ড ফার্মা। আজ বাজারে এল কোম্পানির IPO। ইস্যু সাইজের দিক থেকে এটি হবে প্রথম বৃহত্তম আইপিও। অ্যাভালন টেকনোলজিসের পর এই চলতি বছরে এটি দ্বিতীয় আইপিও। আপনি যদি এর IPO সাবস্ক্রাইব করতে চান, তাহলে জেনে নিন ১০টি বড় বিষয়।


Share Market Update: আজ 25 এপ্রিল খুলেছে এই আইপিও। বন্ধ হবে 27 এপ্রিল। কোম্পানি তার অ্যাঙ্কর বুকিং QIB-এর অংশ 24 এপ্রিল আইপিওর একদিন আগেই খুলেছে৷ কোম্পানির ইস্যু প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি 1,026 থেকে 1,080 টাকা ধরা হয়েছে।


Stock Market Update: অফারের সাইজ কত হবে ?
কোম্পানি অফার ফর সেলের আওতায় আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে 40,058,888টি শেয়ার নিয়ে আসছে। কোম্পানির পক্ষ থেকে নিম্ন মূল্যের ব্যান্ড হবে 4,110.03 কোটি টাকা, উচ্চ মূল্যের ব্যান্ডটি 4,326.35 কোটি টাকা রাখা হয়েছে। কোম্পানির প্রতিষ্ঠাতা রমেশ জুনেজা, রাজীব জুনেজা ও শীতল অরোরা অফার ফর সেলের মাধ্যমে 1 কোটির বেশি শেয়ার বিক্রি করবেন।


Mankind Pharma IPO: কত শেয়ারের দর হাকানো যাবে 
বিনিয়োগকারীরা সর্বনিম্ন 13টি ইক্যুইটি শেয়ারের জন্য বিড করতে পারেন। তারপরে 13টি শেয়ারের গুণিতকে বিড করতে পারেন৷ সেই ক্ষেত্রে খুচরো বিনিয়োগকারীদের জন্য 13টি শেয়ারের জন্য একটি লটের ন্যূনতম আবেদনের দর হবে 14,040 টাকা। 14টি লটের জন্য সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হবে 1,96,560 টাকা৷ কোম্পানি ক্রেতাদের জন্য অফারের আকারের 50 শতাংশ, উচ্চ সম্পদের ব্যক্তিদের জন্য 15 শতাংশ ও খুচরো বিনিয়োগকারীদের জন্য অবশিষ্ট 35 শতাংশ শেয়ার রেখেছে।


Mankind Pharma IPO: কোম্পানির প্রোফাইল
IQVIA ডেটাসেট অনুসারে, ম্যানকাইন্ড ফার্মা দেশীয় বিক্রয়ের দিক থেকে ভারতের চতুর্থ বৃহত্তম কোম্পানি। MAT ডিসেম্বর 2022-এর বিক্রয়ের পরিমাণের দিক থেকে তৃতীয় বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলে নিজেদের দাবি করেছে সংস্থা। কোম্পানির প্রধান লক্ষ্য হল দেশীয় বাজার। কোম্পানি FY22-এ তার অপারেটিং আয়ে 97.60 শতাংশ অবদান রেখেছে। উপভোক্তা স্বাস্থ্যপরিষেবার পণ্য ব্যবসায় দেশের মধ্য়ে কোম্পানির ইন্টারনাল সেলের 10 শতাংশ শেয়ার রয়েছে।


Share Market Update: ভারত জুড়ে 23টি স্বাস্থ্য় সংক্রান্ত সেবা দিয়ে থাকে কোম্পানি। যার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফেকশাস, কার্ডিওভাসকুলার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, অ্যান্টি-ডায়াবেটিক, সিএনএস, শ্বাসযন্ত্র, কন্ডোম, গর্ভাবস্থার কিট, জরুরী গর্ভনিরোধক, অ্যান্টাসিড পাউডার, ভিটামিন ও খনিজ সম্পূরক ও অ্যান্টি-অ্যাকনের মতো বিভিন্ন ব্র্যান্ড তৈরি করেছে কোম্পানি।


আরও পড়ুন : Small Finance Bank: স্মল ফিন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা কি নিরাপদ ? এই ৮ উপায়ে জেনে নিন