Sensex Today: আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ট্রেডিং দিনে ৭৪ হাজার ছাড়িয়ে গেল সেনসেক্স। আজকের সেশনেই বাড়ল ১০৪৭ পয়েন্ট। বাজারে গতি ফিরল। এমএফসিজি স্টকগুলিতে বিপুল কেনাকাটার ফলে সূচকে গতি এসেছে আজ। আজকের সেশন চলতে চলতেই একসময় ১২০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স (Market Closing), কিন্তু প্রফিট বুকিংয়ের চাপ পড়তেই কিছুটা নেমে আসে। ৬৫৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয় ৭৩৬৫১ পয়েন্টে।


কোন সেক্টরে কী গতি


আজকের লেনদেনের মধ্যে ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং, অটো, ফার্মা, রিয়েল এস্টেট্, এনার্জি, এফএমসিজি, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস সেক্টরের স্টকগুলিতে বৃদ্ধি দেখা গিয়েছে। বিপুলভাবে বেড়েছে এই সেক্টরের স্টকগুলি। তবে আজ (Market Closing) কেবলমাত্র মিডিয়া সেক্টরের স্টকেই পতন লক্ষ্য করা গিয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারেও দাম বেড়েছে অনেকটাই। আজ সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ২৬টি শেয়ার লাভের মুখ দেখেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪২টি স্টকে আজ গতি ছিল।


নিফটির গতি লক্ষণীয়


বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত সাতটি ট্রেডিং সেশনে (Sensex Today) দেশীয় বিনিয়োগকারীরা বিপুল হারে বিনিয়োগ করেছেন ভারতের বাজারে আর ২৪৩৭৩ কোটি টাকা বিনিয়োগের কারণে বাজারে গতি এসেছে। ১৭৩৬০ স্তর থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে নিফটি ৫০ উঠে এসেছে ২২,৫২৫-এর স্তরে। ২৯ শতাংশ বেড়ে এখন নিফটি তাঁর সর্বকালীন উচ্চতার আশেপাশে ঘোরাফেরা করছে।


সম্পদ বেড়েছে বিনিয়োগকারীদের


বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সমস্ত সংস্থার মোট বাজার মূলধন ৩৮৬.৯১ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ আজকের বাজারের শেষে সম্পদ বেড়েছে ৩.০৬ লক্ষ কোটি টাকা।


আজকের টপ গেনার্স কারা ?


সেনসেক্সের (Sensex Today) স্টকগুলির মধ্যে আজ সপ্তাহের বলা ভাল চলতি অর্থবর্ষের শেষ ট্রেডিং সেশনে বাজাজ ফিনসার্ভের শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ, বাজাজ ফিনান্সের দাম বেড়েছে ৩ শতাংশ এবং এম অ্যান্ড এমের দাম ৩.৩ শতাংশ, এসবিআই ২.৮ শতাংশ এবং পাওয়ারগ্রিডের দাম ২.৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে লারসেন অ্যান্ড টার্বো কোম্পানির শেয়ারের দাম আজকের বাজারে বেড়েছে ২.৩ শতাংশ।


আজকের টপ লুজার্স কারা ?


২৮ মার্চ বাজারে আজ অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স, টেক মহিন্দ্রা, এইচসিএল টেক শেয়ারগুলিতে পতন দেখা গিয়েছে। এই স্টকগুলিতে যথাক্রমে ০.৫০, ০.৩৭, ০.২৬ শতাংশ পতন এসেছে আজকের বাজারে।


আরও পড়ুন: Toll Tax System: হাইওয়েতে দাঁড়িয়ে আর টোল ট্যাক্স দিতে হবে না ? আসছে অত্যাধুনিক প্রযুক্তি- বড় ঘোষণা নীতিন গডকড়ীর